Privacy Policy

Nagorikguide.com(নাগরিক গাইড) আপনার গোপনীয়তার সর্বোচ্চ সংরক্ষণ করবে। আপনি আপনার কোন তথ্য আমাদের কে না প্রদান করে Nagorikguide এর সকল আর্টিকেল দেখতে পারবেন। যদি কোন কারণে আপনি আপনার তথ্য আমাদেরকে প্রদান করেন তাহলে উক্ত তথ্য শুধুমাত্র কথপোকথন, কন্টেন্ট এর মান মূল্যায়ন, আভ্যন্তরীণ যোগাযোগ এর ক্ষেত্রে ব্যবহার করা হবে।

আপনার ব্যক্তিগত তথ্য কোনভাবেই কোন বানিজ্যিক উদ্দেশ্য কোন সংস্থা বা ব্যক্তির নিকট প্রকাশ করা হবে না। তবে যে কোন আইনি প্রক্রিয়া যেমন আদালতের আদেশে আইন শৃঙ্খলা রক্ষা কারী সংস্থার নিকট আপনার তথ্য প্রদান করা হবে।

এই ওয়েবসাইটে বিভিন্ন সরকারি সংস্থার লিংক দেওয়া হয়েছে। এ গুলোর মধ্যে আপনি যদি কোন লিংকে প্রবেশ করেন তাহলে তখন উক্ত লিংকের ওয়েবসাইটের গোপনীয়তা নীতিমালা প্রযোজ্য হবে।

Nagorikguide.com(নাগরিক গাইড) এ যে সকল তথ্য প্রদান করা হয়েছে তার মধ্যে কোন নিয়ম বা আইনের পরিবর্তন পরিবর্তন হয়ে থাকে তা হলে উক্ত আইন বা নিয়ম কে প্রাধান্য দিতে হবে।

Nagorik guide যেকোন কারণে তার গোপনীয়তার নীতিমালা পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে। এক্ষেত্রে কাওকে কোন প্রকার নোটিশ প্রদান করা হবে না।

Nagorik guide এর কোন কন্টেন্ট এর সাথে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা অন্য কোন বেসরকারি সংস্থার সম্পৃক্ততা নেই।

এই ওয়েবসাইটের কোন তথ্যের সাথে  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন এবং নীতিমালার গড়মিল দেখা দিলে অবশ্যই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন এবং নীতিমালা  অনুসরণ করতে হবে।

Nagorik Guide – নাগরিক সেবা সম্পর্কিত সকল তথ্য জানুন।