nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা বা nid download bd খুব সহজ একটি প্রক্রিয়া।
বর্তমানে আমাদের সামাজিক , অর্থনৈতিক , রাজনৈতিক , শিক্ষা , চিকিৎসা সহ এমন কোন ক্ষেত্র নেই যেখানে এন আই ডি বা জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন নাই ।
আমরা সকলে জানি বাংলাদেশের সকল নাগরিকের জাতীয় পরিচয় পত্র পেতে একটি নিদিষ্ট বয়স সীমায় উপনীত হতে হয় ।
এ ছাড়া জাতীয় পরিচয় পত্রের আবেদনের পর সকল কার্যক্রম শেষ হলেও মূল জাতীয় পরিচয় পত্র পেতে বেশ কিছু দিন সময় লাগে ।
দেখুন – অনলাইনে কিভাবে এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে হয় । ও
কিভাবে অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করবেন। এবং
নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড চেক,এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড
আর তাই জরুরী প্রয়োজনে জাতীয় পরিচয় পত্র দরকার হলে জাতীয় পরিচয় পত্র কোথায় , কিভাবে পাব সে সম্পর্কে চিন্তায় পড়ে যায় ।
এ জন্য যত দিন পর্যন্ত জাতীয় পরিচয় পত্রের মূল কপি বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক সরবরাহ করা না হয় , যত দিন পর্যন্ত জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি দিয়ে আপনি আপনার কাজ মেটাতে পারেন ।
খুব সহজে আপনি জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাওনলোড করতে পারেন আবার আপনার পুরাতন এন আই ডি নম্বর দিয়ে আইডি কার্ড বের করা যায় ।
আজ আমরা আমাদের এই পোষ্টে nid download bd বা Nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায় কিভাবে সে সম্পর্কে আলোচোনা করব ।
কিভাবে Nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায় nid download bd
আমরা ইতিমধ্যে জেনেছি অনলাইনের মাধ্যমে Nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায়। এখন আমরা এ বিষয় টি সম্পর্কে বিস্তারিত জানব।
কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবো জানুন।
কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবো এ বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তার জন্য আপনাকে প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর NID Application System এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ।
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন ।
স্লিপ দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড কিভাবে করবেন ।
স্লিপ দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে NID Application System এ লগ ইন করতে হবে।
আর লগ ইন করার জন্য আপনাকে প্রথমে রেজিষ্টার করতে হবে। রেজিষ্ট্রেশন করার জন্য উপরের ছবিতে দেখানো রেজিষ্টার করুন বাটনে ক্লিক কুরুন। রেজিষ্টার করুন বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে যে ফরম দেখা যাচ্ছে তাতে আপনার এন আই ডি নম্বর বা আপনি যদি নতুন এন আই ডি কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে ফরম নম্বর , জন্ম তারিখ এবং বক্সে দেখানো অস্পষ্ট সংখ্যা বসিয়ে সাবমিট করুন ।
সবমিট করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন।
উক্ত ফরমে আপনি আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে বার্তা পাঠান বাটনে ক্লিক করেন। তারপর আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি OTP মেসেজ যাবে।
এই পেজে আপনার OTP ভেরিফিকেশন নম্বর বসিয়ে বহাল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে একটি QR বার দেখতে পাবেন। এখন আপনি আপনার মোবাইলের প্লে ষ্টোর থেকে NID Wallet এ্যাপ ডাওনলোড করুন।
NID Wallet এ্যাপ ওপেন করে উপরের পেজে দেখানো QR বার স্ক্যান করুন। তারপর ফেস স্ক্যান করার অপশন আসবে।
আপনার ফেস বা মুখমন্ডল তিন দিক থেকে স্ক্যান করতে হবে। ফেস স্ক্যান শেষে কম্পিউটারে অটোমেটিক পেজ রিলোড হবে।
পেজ রিলোড হওয়ার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে আপনি সেট পাসওয়ার্ড বাটন এ ক্লিক করে পাসওয়ার্ড সেট করবেন।
কিভাবে নতুন এন আই ডি কার্ড ডাউনলোড করতে হবে জানুন।
স্লিপ দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড বা এন আই ডি কার্ড ডাউনলোড করার জন্য আমাদের লগ ইন এর কাজ শেষ হয়েছে। এন আই ডি কার্ড ডাউনলোড করার জন্য NID Application System এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
লগ ইন করার জন্য জাতীয় পরিচয় পত্র নম্বর বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
নতুন এনআইডি কার্ড ডাউনলোড কিভাবে করবেন।
নতুন এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনি উপরের পেজে যে সকল অপশন দেখতে পাচ্ছেন তা থেকে ডাওনলোড অপশনে ক্লিক করুন।
ক্লিক করার পরে আপনি আপনার এন আই ডি কার্ডের অনলাইন কপি দেখতে পাবেন। যা আপনি ডাওনলোড করতে পারবেন।
পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড কিভাবে করবেন ।
পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনি উপরের পেজে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন না।
যদি আপনার এন আই ডি কার্ড হারিয়ে যায় বা কোন ক্ষতি হয়ে যায় তা হলে হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে।
কিভাবে সংশোধিত এনআইডি কার্ড ডাউনলোড করবেন।
আপনি যদি আপনার এন আই ডি কার্ড সংশোধনের জন্য দিয়ে থাকেন তা হলে ডকুমেন্ট আপলোড দেওয়ার পর থেকে ৪৫ দিনের মধ্যে সংশোধন কপি অনলাইনে আসবে।
এবং সংশোধন হওয়ার সাথে সাথে প্রদত্ত মোবাইল নম্বরে মেসেজ দিয়ে জানানো হবে। এখন আপনি চাইলে অনলাইন থকে সংশোধিত এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
হারিয়ে যাওয়া এনআইডি কার্ড ডাউনলোড কিভাবে করবেন।
কোন কারনে যদি আপনার এন আই ডি কার্ড হারিয়ে যায় বা কোন ক্ষতি হয়ে যায় তা হলে নতুন এন আই ডি পেতে আপনাকে রিইস্যু আবেদন করতে হবে।
এই রিইস্যু আবেদন আপনি সরাসরি আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে করতে পারেন। আবার আপনি চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারেন।
অনলাইনে রিইস্যু আবেদন করার জন্য NID Application System এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
লগ ইন করার পূর্বে আপনাকে অবশ্যই রেজিষ্ট্রেশন করতে হবে। লগ ইন করার পর যে অপশন গুলো দেখবেন তা থেকে রিইস্যু অপশনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ফরম পূরুন করার পর জিডির স্ক্যান কপি সংযুক্ত সহ নিদিষ্ট পরিমান ফি দিয়ে আবেদন এর কাজ শেষ করতে হবে।
আবেদন শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে আপনার নতুন এন আই ডি এর অনলাইন কপি এই ওয়েবসাইটে দেখতে পাবেন এবং ডাওনলোড করতে পারবেন।
কিভাবে মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায় বা ID card check with number
সরাসরি মোবাইল নাম্বার দিয়ে কোন ভাবে আই ডি কার্ড বের করতে পারবেন না। তবে আপনার যদি ভোটার স্লিপ নাম্বার থাকে আর ভোটার স্লিপ নাম্বার দিয়ে মোবাইলের মাধ্যমে আই ডি কার্ডের তথ্য জানতে চান তা হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SC <স্পেস> C <স্পেস> F <স্পেস> স্লিপ নাম্বার <স্পেস> D <স্পেস> 4 সংখ্যার জন্ম সাল <–> দুই সংখ্যার জন্ম তারিখ এবং সেন্ট করুন 105 নাম্বারে
উদাহরণস্বরূপঃ SC F 82544321 1999-25 এর সেন্ড করুন 105 নাম্বারে।
Nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা nid download bd সম্পর্কিত কিছু প্রশ্ন (FAQ)
এনআইডি স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কি ?
এনআইডি স্মার্ট কার্ড হারিয়ে গেলে সর্বপ্রথম করনীয় হলো নিকটস্থ থানায় একটি জিডি করা। এরপর এই জিডি কপি নিয়ে সরাসরি স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে আবেদন করা।
অথবা আপনি অনলাইনে নিজেই আবেদন করতে পারেন। এ জন্য জিডি কপির স্ক্যান কপি সাবমিট করতে হবে।
হারানো আইডি কার্ড উত্তোলনের নিয়ম কি ?
হারানো আইডি কার্ড উত্তোলনের জন্য জিডি করে অনলাইনে বা সরাসরি নির্বাচন কমিশন অফিসে আবেদন করতে হবে।
নতুন এনআইডি কার্ড বের করার নিয়ম কি ?
নতুন এনআইডি কার্ড বের করার জন্য NID Application System এ প্রবেশ করে আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।নিদিষ্ট পরিমাণ ফি প্রদান করে আবেদন এর কাজ সম্পুর্ণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে নতুন এন আই ডি এর অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
nid card bd size কত ?
আমাদের অনেক সময় nid card bd size কত তা জানার প্রয়োজন হয়। বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের সাইজ হলো
দৈর্ঘ ৩.৫ ইঞ্চি, প্রস্ত ২.৩ ইঞ্চি ।
শেষ কথা
বন্ধুরা এতক্ষণ আলোচনা করা হয়েছে কিভাবে Nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায় nid download bd এ সম্পর্কে। আশা করি এই পোষ্ট টি আপনি পড়লে উপকৃত হবেন। এই লেখার মধ্যে যদি কোন প্রকার ভূল হয়ে থাকে তাহলে কমেন্টেস এর মাধ্যমে জানাবেন।