NESCO Postpaid bill check কিভাবে করবেন তা এখানে বিস্তারিত আলোচনা করা হবে। নেসকো (NESCO) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড যা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প – ২০২১ এর আওতায় “ঘরে ঘরে বিদ্যুৎ ও “সবার জন্য বিদ্যুৎ” এর লক্ষ্য মাত্রা ধার্য করা হয়।
এই লক্ষ্য পূরনের উদ্দেশ্য বিদ্যুৎ খাতের পুনর্বিন্যাস, পুনঃগঠন ও ব্যবস্থাপনার উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের জেলা ও উপজেলা সমুহের শহর ও শহরাঞ্চলের বিদ্যুৎ জেনারেশন, ট্রান্সমিশন ও বিতরণ ক্ষেত্রের জবাবদিহিতা ও উন্নততর সেবা নিশ্চিত করতে ১ লা অক্টোবর, ২০১৬ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে দায়িত্ব গ্রহণ করে।
এরপর থেকে নেসকো এই অঞ্চলের সমগ্র বিদ্যুৎ ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করে। যার ফলে এই অঞ্চলের শহর ও শহরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার ব্যপক উন্নতি হয়।
তারই ধারাবাহিকতায় নেসকোর গ্রাহক গন তাদের বিদ্যুৎ সংক্রান্ত অনেক সেবা অনলাইনে গ্রহণ করে থাকে। নেসকো তার গ্রাহকদের অনলাইনের মাধ্যমে যে সকল সেবা প্রদান করে তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ বিল nesco বা NESCO Postpaid bill check করা।
এই আর্টিকেলে বিদ্যুৎ বিল nesco বা NESCO Postpaid bill check কিভাবে করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
আরও দেখুন- পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করার নিয়ম ও পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান বা মিটারের আবেদন অনুসন্ধান করুন।
বিদ্যুৎ বিল nesco বা NESCO Postpaid bill check করার নিয়ম জানুন।
বিদ্যুৎ বিল nesco বা NESCO Postpaid bill check করার জন্য আপনাকে যেকোনো ব্রাউজার দিয়ে নেসকো পোষ্টপেইড এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজের উপরে ডান দিকে Log in এবং Register বাটন দেখতে পাবেন। আপনি যদি ইতিপূর্বে এই সাইটে রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে gmail এবং password দিয়ে Log in করতে পারবেন।
আর যদি আপনি রেজিষ্ট্রেশন না করে থাকেন তাহলে আপনাকে Register বাটনে ক্লিক করতে হবে। Register বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে আপনার ফুল নাম,জিমেইল এবং পাসওয়ার্ড এর মাধ্যমে Register এর কাজ সম্পুর্ণ করুন। Register বাটনে ক্লিক করলে রেজিষ্ট্রেশন সম্পুর্ন হয়ে Log in পেজে নিয়ে যাবে। অথবা সরাসরি Log in বাটনে ক্লিক করুন।
এরপর রেজিষ্ট্রেশন কৃত জিমেইল এবং পাসওয়ার্ড ও ৬০ সেকেন্ডের মধ্যে ক্যাপচার দুই সংখ্যার গানিতিক ফল বসিয়ে Log in বাটনে ক্লিক করুন। আই ডি সেভ রাখার জন্য Remember Me বাটন টি চেক করে দিতে পারেন।
এভাবে আপনি Log in এর কাজ সম্পুর্ণ করতে পারবেন। Log in করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে নেসকো কাস্টমার পোর্টাল ব্যবহার সংক্রান্ত কিছু নির্দেশনা দেখতে পাবেন যা আপনাকে এ সংক্রান্ত সকল সেবা পেতে সাহায্য করবে। এই পেজের বামে NESCO লোগোর বামের আইকনে ক্লিক করলে বেশ কিছু অপশন দেখতে পাবেন।
নেসকো পোস্টপেইড বিল চেক অনলাইন এর মাধ্যমে যেভাবে করবেন?
নেসকো পোস্টপেইড বিল চেক অনলাইন এর মাধ্যমে দেখার জন্য নেসকো পোষ্টপেইড ওয়েবসাইটে লগ ইন করে কনজুমার বা গ্রাহক নাম্বার যোগ করতে হবে। এর জন্য আপনাকে উক্ত পেজে Postpaid Section এ ক্লিক করুন।
Postpaid Section এ Postpaid Panel এবং Add Account অপশন দেখতে পাবেন। এখান থেকে Add Account অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে আপনাকে কনজুমার নাম্বার বসিয়ে Add বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য কনজুমার নাম্বার আপনার বিদ্যুৎ বিলের কপিতে পেয়ে যাবেন।
Add বাটনে ক্লিক করার করে আপনার মোবাইল নাম্বারে একটি OTP মেসেজ যাবে। পরবর্তী পেজে OTP নাম্বার বসিয়ে যাচাই করলে কনজুমার Add হয়ে যাব।
এরপর আপনাকে Postpaid Section থেকে Postpaid Panel বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে আপনি আপনার কনজুমার নাম্বার টি সিলেক্ট করে আপনার সকল মাসের বিদ্যুৎ বিল, অপরিশোধিত বিল,বিল ডাউনলোড করতে পারবেন।
প্রি পেইড মিটার ব্যালেন্স চেক করার নিয়ম
নেসকো পোস্টপেইড এবং প্রিপেইড মিটার এর ব্যালেন্স চেক করার নিয়ম প্রায় একই। এক্ষেত্রে নেসকো পোষ্টপেইড ওয়েবসাইটে লগ ইন করে Prepaid Section থেকে Add Account অপশনে ক্লিক করে কনজুমার Add করতে হবে এবং Prepaid Panel এ ক্লিক করে উক্ত কনজুমার এর সমস্ত প্রকার বিল চেক করতে পারবেন।
এছাড়া প্রিপেইড মিটার থেকেই আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। বিদ্যুৎ এর প্রিপেইড মিটার সাধারণত দুই প্রকারের হয়ে থাকে যথা,
১। স্মার্ট কার্ড প্রি-প্রেমেন্ট মিটার
২। কী-প্যাড স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটার
স্মার্ট কার্ড প্রি-প্রেমেন্ট মিটার ব্যবহারকারী দের একটি স্মার্ট কার্ড প্রদান করা হয় যাতে একটি নাম্বার থাকে যা দিয়ে রিচার্জ এবং ব্যালেন্স চেক করতে হয়।
এবং কী-প্যাড স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটার ব্যবহারকারী দের কোন স্মার্ট কার্ড প্রদান করা হয় না। কী-প্যাড স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটারে কিছু বাটন থাকে যা দ্বারা নিদিষ্ট কোড লিখে ইন্টার বাটন চাপলে তার রেজাল্ট দেখায়।
নেসকো বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কতৃক দেওয়া কী-প্যাড স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটারে ব্যালেন্স চেক করতে হলে কী প্যাড দিয়ে ৩৭ লিখে ইন্টার বাটন চাপলে অবশিষ্ট ব্যালেন্স দেখতে পাবেন।
প্রিপেইড মিটারে ব্যালেন্স কোড কত?
বাংলাদেশে সর্বমোট ৬ প্রকার কী-প্যাড স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটার রয়েছে যারা ভিন্ন ভিন্ন কোড দ্বারা পরিচালিত। নিম্নে তা উল্লেখ করা হলো।
১। ইনহে – ০০
২। হেক্সিং – ৮০১
৩। লিংইয়াং – ০১৯
৪। ইস্টার্ন – ০১০
৫। স্টার – ৩৭
৬। অন্যান্য – ৮০১
প্রিপেইড মিটার রিচার্জ পদ্ধতি বিকাশ দিয়ে
প্রিপেইড মিটার রিচার্জ পদ্ধতি বিকাশ দিয়ে কিভাবে করবেন তা অনেকে জানেন না। বিকাশের মাধ্যমে প্রিপেইড মিটার রিচার্জ করতে হলে bKash app এ পে বিল অপশনে ক্লিক করুন। তারপর বিদ্যুৎ অপশনে ক্লিক করুন। এরপর আপনার বিদ্যুৎ ডিসট্রিবিউশন কোম্পানি সিলেক্ট করুন।
পরের ধাপে আপনি আপনার মিটারের একাউন্ট ডিটেল এবং মোবাইল নাম্বার দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করুন। তারপর কত টাকা রিচার্জ করবেন তা বসিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।
এখন আপনার মিটারের একাউন্ট ডিটেল দেখতে পাবেন। সবকিছু সঠিক থাকলে বিকাশ পিন নাম্বার দিয়ে নিচের বাটনে ট্যাপ করে ধরে রাখুন। এখন আপনি আপনার মোবাইলে একটি মেসেজ পাবেন যেখানে একটি টোকেন নাম্বার থাকবে।
এই টোকেন নাম্বার আপনার প্রিপেইড মিটারে বসিয়ে লাল/ ইন্টার বাটনে ক্লিক করুন। টোকেন নাম্বার বসিয়ে লাল / ইন্টার বাটনে ক্লিক করার পরে আপনার মিটারে Good লেখা দেখাবে। এভাবে আপনি প্রিপেইড মিটার রিচার্জ পদ্ধতি বিকাশ দিয়ে সম্পূর্ণ করলেন।
ডিজিটাল মিটারে টাকা দেখার নিয়ম
প্রিপেইড মিটার বা ডিজিটাল মিটারে টাকা দেখার শর্ট কোড হলো ৮০১। আপনার প্রিপেইড মিটার বা ডিজিটাল মিটারে এই কোড টি বসিয়ে ইন্টার বাটনে ক্লিক করলে বর্তমান অবশিষ্ট টাকা দেখতে পারবেন।
শেষ কথা
বিদ্যুৎ বিল nesco বা NESCO Postpaid bill check করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সকলে এই বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন। যা আপনাকে আরও সচেতন করতে সাহায্য করবে, ধন্যবাদ।