নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক বা অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে এখানে জানতে পারব। ড্রাইভিং লাইসেন্স আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ।
বিশেষ করে যারা বিভিন্ন ধরনের হালকা ও ভারী যানবাহন চালায় তাদের জন্য অতীব প্রযোজনীয় । এছাড়া ও অনেকে তাদের নিজেদের গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করে থাকেন।
এক্ষেত্রে তাদের ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রয়োজন হয়। আবার যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করে থাকেন তাদের ড্রাইভিং লাইসেন্স এর কি অবস্থা তা জানতে অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রয়োজন হয়।
আপনারা অনেকেই এই বিষয়ে অনলাইনে সার্স করে থাকেন। এ পর্যায়ে এই আর্টিকেলে নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক বা অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
আরও দেখুন- কারো নামে মামলা আছে কিনা জানার উপায় বা অনলাইনে মামলা দেখার নিয়ম।
নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম আছে কি ?
নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান। বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ ( BRTA) অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার সিস্টেম রাখলেও শুধু মাত্র নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোন উপায় রাখে নাই। এ জন্য শুধুমাত্র নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম আপনি কোন ভাবে জানতে পারবেন না।
অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম জানুন।
অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক করা অনেক সহজ একটি প্রক্রিয়া। এই কাজ টি আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন।
এর জন্য আপনাকে কোন ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে না। প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে ষ্টোরে প্রবেশ করে BRTA dl checker App টি ডাউনলোড করুন।
App টি ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করার পরে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজের সর্বপ্রথম বক্সে DL no অর্থাৎ Driving licences no বসাতে হবে। তবে আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন দিয়ে থাকেন আর উক্ত ড্রাইভিং লাইসেন্স আবেদন এর কি অবস্থা তা জানতে চান তা হলে এই বক্সে BRTA Ref: no বসাতে হবে।
এখন প্রশ্ন থাকতে পারে BRTA Ref: no কোথায় পাবেন? কোন ব্যক্তি যখন কোন নতুন ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করে তখন তাকে একটি ফরম দেওয়া হয়। উক্ত ফরমের নিচের দিকে একটি নাম্বার থাকে যাকে BRTA Ref: no বলা হয়।
এখন উক্ত পেজের প্রথম বক্সে নিজের প্রয়োজন অনুযায়ী DL no / BRTA Ref: no বসান।
এর পরের বক্সে আবেদন কারীর জন্ম তারিখ বসাতে হবে। এরপর সর্বশেষ Search বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই পেজে আপনি আপনার কাঙ্খিত ড্রাইভিং লাইসেন্স এর সকল তথ্য দেখতে পাবেন।
ই পেপার ড্রাইভিং লাইসেন্স চেক যেভাবে করবেন।
ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিভাবে চেক করতে হয় তা আমরা অনেকেই জানি না। এ পর্যায়ে ই পেপার ড্রাইভিং লাইসেন্স চেক যেভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তবে তার আগে ই পেপার ড্রাইভিং লাইসেন্স কি এবং কখন পাবেন তা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাক।
কোন ব্যক্তি যখন ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করে তখন সর্বপ্রথম উক্ত ব্যক্তিকে একটি লার্নার কার্ড দেওয়া হয়। লার্নার কার্ড প্রাপ্তির পরে নির্ধারিত তারিখে সকল পরিক্ষায় উত্তীর্ণ হয়ে নির্ধারিত ফি পরিশোধ করার পরে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পূর্বে ই পেপার প্রদান করা হয়।
এখন প্রশ্ন হলো ই পেপার চেক কিভাবে করবেন? ই পেপার মুলত তিনটি কাগজ বা কপির সমন্বয়। প্রতিটি পেপারে একটি করে QR বার কোড থাকে।
আপনি আপনার মোবাইলের প্লে ষ্টোর থেকে যেকোনো QR বার কোড স্ক্যানার App ডাউনলোড করে ই পেপারে থাকা QR বার টি স্ক্যান করুন।
QR কোড স্ক্যান করলে একটি আপনাকে একটি লিংক দেওয়া হবে। আপনি উক্ত লিংক টি কপি করে যে কোন ব্রাউজার দিয়ে ভিজিট করলে এমন একটি পেজে নেওয়া হবে যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে।
এছাড়া আপনি BRTA dl checker App দিয়েও এই কাজ টি করতে পারবেন। তার জন্য আপনাকে App টি ওপেন করে DL no / BRTA Ref: no লেখা বক্স এর পাশে একটি QR কোড স্ক্যান করার অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে ই পেপার এর QR বার স্ক্যান করলে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স এর সকল তথ্য দেখতে পাবেন।
উল্লেখ্য BRTA এর নতুন নির্দেশনা মোতাবেক ই পেপার প্রাপ্তির ২ সপ্তাহের মধ্যে ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড ডাক যোগে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স চেক কিভাবে করব ?
পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি হলো দুই টি । সকল ধরনের ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম একই । এক্ষেত্রে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DL <space> ড্রাইভিং লাইসেন্স নম্বর লিখে 01552146222 নম্বরে মেসজ পাঠালে কিছুক্ষনের মধ্যে ফিরতি মেসেজে আপনার পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স এর বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এছাড়া আপনি আপনার মোবাইলের প্লে ষ্টোর থেকে BRTA dl checker App টি ডাউনলোড করে ওপেন করুন । এরপর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা রেফারেন্স নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্স বাটনে ক্লিক করলে আপনার ড্রাইভিং লাইসেন্স সোড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায়
বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স চেক করতে BRTA dl checker App এই এ্যাপটি ব্যবহার করতে পারেন। এখানে ড্রাইভিং লাইসেন্স চেক করতে বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা রেফারেল নম্বর প্রয়োজন হবে।
তাছাড়া বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স চেক করতে মোবাইলের মেসেজ অপশনে DL <স্পেস> ড্রাইভিং লাইসেন্স নম্বর লিখে 01552146222 নম্বরে মেসজ পাঠালে ফিরতি মেসেজে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস পেয়ে যাবেন।
ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন কপি
ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DL <স্পেস> ড্রাইভিং লাইসেন্স নম্বর লিখে 01552146222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। তাহলে ফিরতি মেসেজে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানতে পারবেন।
মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম কি ?
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DL <space> ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং মোটরযানের তথ্য জানতে VR L <space> মোটরযান রেজিস্ট্রেশন নম্বর লিখে 01552146222 নম্বরে মেসজ পাঠালে কিছুক্ষনের মধ্যে ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর তথ্য জানতে পারবেন।
আসল ড্রাইভিং লাইসেন্স চেনার উপায় কি ?
আসল ড্রাইভিং লাইসেন্স চেনার জন্য মোবাইলের মেসেজ টাইপ অপশনে গিয়ে টাইপ করুন DL V Driving Licence Number এবং মেসেজটি পাঠিয়ে দিন 26969 নম্বরে। এর পর আপনার নাম, জন্ম তারিখ, ড্রাইভিং লাইসেন্সের ধরন ও মেয়াদ সম্বলিত মেসেজ পাবেন।
এভাবে আপনি যে কোন ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। একজন সচেতন নাগরিক হিসাবে যে কোন ড্রাইভার নিয়োগের পূর্বে ড্রাইভিং লাইসেন্স চেক করে নেওয়া উচিত।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি মোটরসাইকেল চালানো যায় ?
অনেকের মনে প্রশ্ন থাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি মোটরসাইকেল চালানো যায় কি না ? উত্তর হলো পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরসাইকেল সহ সকল প্রকার যানবাহন চালানো যায়।
শেষ কথা
এতক্ষণ আলোচনা করা হয়েছে নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক বা অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ও ই পেপার সম্পর্কে। এছাড়া ও এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। আশা করি সকলে নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক বা অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন।