ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ এই আর্টিকেলে কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন তা জানতে পারবেন।
আমরা আমাদের জীবনে বিভিন্ন কারণে বিদেশে গমন করে থাকি। বিদেশে গমনের ক্ষেত্রে পাসপোর্ট এবং ভিসা প্রয়োজন।
পাসপোর্ট এবং ভিসা ছাড়া অবৈধ উপায়ে বিদেশে ভ্রমন করলে বিভিন্ন ভাবে শাস্তির আওতায় পড়তে হয় এবং সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।
আর এ জন্য বিদেশ গমন করার জন্য অবশ্যই পাসপোর্ট এবং ভিসা করতে হবে। পাসপোর্ট এ ভিসা আবেদন করার পরে আবেদনের কি অবস্থা তা জানার প্রয়োজন হতে পারে।
আপনি যদি আপনার পাসপোর্ট আবেদনের কি অবস্থা তা জানতে চান তা হলে এই পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ passport checking status পোষ্ট টি পড়তে পারেন।
আমরা অনেকেই অমাদের বিভিন্ন প্রয়োজনে ইন্ডিয়ায় গমন করে থাকি। বৈধ উপায়ে ইন্ডিয়ায় গমন করার জন্য আমাদের অবশ্যই পাসপোর্ট এবং ভিসার জন্য আবেদন করতে হয়।
আপনি যদি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করে থাকেন এবং তা যদি চেক করতে চান তা হলে ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ ও ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে এই আর্টিকেল টি পড়তে পারেন।
ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ কিভাবে দেখবেন।
আপনারা যারা ইন্ডিয়ায় বৈধ উপায়ে গমন করার জন্য ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু এখন ও আপনার মোবাইলে মেসেজ আসে নাই তারা চাইলে অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।
আজ আমি এই আর্টিকেলে ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ কিভাবে দেখবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং কিভাবে করতে হবে জানুন।
ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং করার জন্য সর্ব প্রথম আপনাকে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি চাইলে পেজ টি বাংলা করে নিতে পারেন।
এই পেজের বামে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। এই অপশন গুলোর মধ্যে ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং এর জন্য ভিসা আবেদন ট্র্যাক অপশন টি তে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
ছবিতে দেখানো পেজে আপনি একটি Please Click Here For Tracking Your Application লেখা লিংক দেখতে পাবেন।
এখন আপনি উক্ত লিংকে ক্লিক করুন। ক্লিক করার পরে পাসট্রাক নামে নতুন একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন।
আপনি চাইলে ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং করার জন্য সরাসরি পাসট্রাক লিংকে প্রবেশ করতে পারবেন। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
ইন্ডিয়ান ভিসা চেকিং করার নিয়ম জানুন।
ইন্ডিয়ান ভিসা চেকিং করার জন্য পাসট্রাক ওয়েবসাইটে প্রবেশ করার পরে Track Your Application Status কলামে দুটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনাকে Reguler Visa Application বাটনে ক্লিক করুন।
Reguler Visa Application বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে আপন দুটি বক্স দেখতে পাবেন। প্রথম বক্সে আপনাকে Web file Number প্রদান করতে হবে।
এখন প্রশ্ন হলো এই Web file Number কোথায় পাবেন ? আপনি যখন অনলাইনে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হয়েছিল।
IVACs কতৃক যে ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে তা তে Web file Number টি রয়েছে। উক্ত ফরমের প্রথম বক্সে Web file Number দেওয়ার পরে দ্বিতীয় বক্সে text code টি সঠিকভাবে বসাতে হবে।
এরপর সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর আপনি সার্স রেজাল্ট দেখতে পাবেন।
এখানে আপনি আপনার ভিসা টি কি অবস্থায় আছে তা দেখতে পাবেন।
ইন্ডিয়ান ভিসা আবেদন করতে কি কি লাগে?
- মূল পাসপোর্ট, ভিসার আবেদন জমা করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে। পাসপোর্টে সর্বনিম্ন দুই টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠার ফটোকপি বৈধতার মেয়াদ বাড়ানোর অনুমোদনের কপি ( যদি থাকে) সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্রের সাথে সব পুরাতন পাসপোর্ট জমা দিতে হবে।
- একটি সদ্য তোলা ২x২(৩৫০x৩৫০ পিক্সেল)সাইজের রঙিন ছবি ( ব্যাকগ্রাউন্ড সাদা )।
- আবাসস্থলের প্রমাণপত্র বা হোল্ডিং পেপার (বর্তমান) : জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি এর ফটোকপি।
- পেশাগত প্রমাণপত্র যেমন চাকুরীদাতার কাছ থেকে প্রত্যয়ন পত্র । শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর ফটোকপি এবং অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র ও ব্যাবসায়ী ব্যক্তির বাণিজ্য সনদপত্র প্রয়োজন।
- আর্থিক সচ্ছলতার সনদপত্র (স্থানীয় চেয়ারম্যান কতৃক সাক্ষরিত) আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি দিতে হবে, এক্ষেত্রে, একাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো থাকতে পারে।
- অনলাইন ভিসা এপ্লিকেশন ফরম যাতে বিজিডি (BGD) নিবন্ধন নং থাকবে। এবং অনলাইন এপ্লিকেশন ফরমের নির্ধারিত স্থানে তাদের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সকল ডকুমেন্টস এ জন্ম তারিখ একই থাকতে হবে।
- সাক্ষাতের দিন আবেদনপত্রের সাথে অবশ্যই সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে।
- বাংলাদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে সব ধরণের ভারতীয় ভিসা, অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হবে।
ইন্ডিয়ান ভিসা কত প্রকার ও কি কি?
- ভ্রমণ ভিসা
- ব্যবসায়িক ভিসা
- দীর্ঘমেয়াদী ভ্রমণ ভিসা
- মেডিকেল/মেডিকেল এটেনডেন্ট ভিসা
- শিক্ষার্থী ভিসা
- গবেষণা ভিসা
- সম্মেলন ভিসা
- এমপ্লয়মেন্ট/ কর্মসংস্থান ভিসা
- প্রশিক্ষণ ভিসা
- এন্ট্রি বা অন্যান্য ভিসা
- ট্রানজিট একক প্রবেশাধিকার ভিসা
- ট্রানজিট দ্বি-প্রবেশাধিকার ভিসা
ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে?
ইন্ডিয়ান ভিসা পেতে কত দিন লাগে মূলত এটা নির্ভর করে ভিসা আবেদনে প্রদানকৃত তথ্য সঠিক কিনা এবং সাথে সংযুক্ত ডকুমেন্টস সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা তার উপরে।
আপনি যদি সব কিছু ঠিক ঠাক জমা দিয়ে থাকেন তা হলে সর্বোচ্চ ৩-১৫ কর্মদিবস সময়ে ভিসা পেয়ে যাবেন।
আর যদি সব তথ্য ও ডকুমেন্টস সঠিকভাবে প্রদান না করা হয় তাহলে ভিসা হবে না এবং ৩-১৫ কর্ম দিবস পার হলে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ভিসা অফিসে যোগাযোগ করতে হবে
ইন্ডিয়ান ভিসা ফি কত টাকা?
বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য কোন প্রকার ভিসা ফি নেই।তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে।
তবে আপনাকে অবশ্যই ভিসা প্রসেসিং ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে যা হলো ৮০০/=।এবং এই টাকা যে কোন মোবাইল ব্যংকিং এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন ।
ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বি পাসপোর্ট নম্বর কিভাবে দেখবেন?
আপনারা অনেকেই গুগলে পাসপোর্ট নম্বর দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বি পাসপোর্ট লিখে সার্স করেন।
প্রকৃতপক্ষে পাসপোর্ট নম্বর দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার কোন উপায় নেই। ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য শুধুমাত্র ডেলিভারি স্লিপের বামে Web file Number দিয়ে চেক করতে হবে।
ভারতের ভিসা পেতে কতদিন লাগে
সকল কাগজ পত্র ঠিক থাকলে ৩-১৫ কর্ম দিবসের মধ্যে ভারতের ভিসা পেয়ে যাবেন।
ভিসার মেয়াদ কতদিন থাকলে ইন্ডিয়া যাওয়া যায়
আপনার ভিসার মেয়াদের মধ্যে বাংলাদেশে ফেরত আসতে হবে সে হিসাবে সর্ব নিম্ন ২ দিন মেয়াদ থাকলে ভালো হয়। তবে কার্যক্ষেত্র ১ দিন মেয়াদ থাকলেও ভারতে যাওয়া যাবে।
ভারতের মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে
ভারতের মেডিকেল ভিসা পেতে সর্বনিম্ন ৩ দিন লাগে। তবে জরুরি ভিত্তিতে ১দিনের মধ্যে ভিসা দেওয়া হয়। সেক্ষেত্রে রোগীর আবস্থার উপরে নির্ভর করে।
শেষ কথা
এতক্ষণ আলোচনা করা হয়েছে ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ ও ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে এ সম্পর্কে। আশা করি সকলে এই বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন। এ সম্পর্কে যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন।