জন্ম নিবন্ধন ভেরিফিকেশন কিভাবে করতে হয় তা জানাটা বর্তমানে অনেক জরুরি। বাংলাদেশে বিভিন্ন নাগরিক সেবা পেতে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। ইতিপূর্বে এই জন্ম নিবন্ধন সনদ ফরম হাতে লিখে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সাক্ষর করে প্রদান করা হতো।
কিন্ত বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার এর কল্যানে জন্ম নিবন্ধন অনলাইনে করা হয়ে থাকে।
উল্লেখ্য এই অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাংলা ও ইংরেজী দুই ফরমেটে পাওয়া যায়। জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করার কারনে এই জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য ডাটাবেজে সংরক্ষিত থাকে।
আর তাই ভবিষ্যতে অন্যান্য নাগরিক সু্যোগ সুবিধা বা সেবা পেতে কোন বিড়ম্বনায় পড়তে হয় না। আমাদের প্রত্যেকের জন্ম নিবন্ধন সনদ পত্র রয়েছে। তবে তা অনলাইনে আছে কি না তা যাচায় করা প্রয়োজন হয়।
এই পর্যায়ে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনি birth certificate verification bd বা জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করতে পারবেন।
এছাড়াও জনতে পারেন জন্ম নিবন্ধন আবেদন চেক বা জন্ম নিবন্ধন আবেদন পত্রের অবস্থা যাচাই সম্পর্কে
কিভাবে জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করবেন birth certificate verification bd
কিভাবে জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করবেন birth certificate verification bd সম্পর্কে জানতে চাইলে আমাদের এই আর্টিকেল টি ভালো ভাবে পড়ুন। এই আর্টিকেলে জন্ম নিবন্ধন ভেরিফিকেশন বা birth certificate verification bd সম্পর্কে বিস্তারিত বর্ননা করা হয়েছে।
অনলাইন জন্ম নিবন্ধন ভেরিফিকেশন যেভাবে করবেন
অনলাইন জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করার জন্য প্রথমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্য নিবন্ধন ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
অনলাইন জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করার জন্য উপরের পেজের প্রথম বক্সে জন্ম নিবন্ধন সনদের ১৭ সংখ্যার নম্বর বসাতে হবে।
তার পরের বক্সে জন্ম নিবন্ধন সনদের জন্ম তারিখ বসাতে হবে। শেষের বক্সে ক্যাপচায় উল্লেখিত গানিতিক ফলাফল বসাতে হবে।
তারপর Search বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনার জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি দেখতে পাবেন।
এছাড়া আপনি অন্য একটি উপায়ে জন্ম নিবন্ধন ভেরিফিকেশন বা birth certificate verification bd করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে যে অপশন গুলো দেখতে পাবেন তার মধ্যে জন্ম নিবন্ধন অপশনে মাউস নিয়ে যান। তাহলে আরও বেশ কিছু অপশন দেখতে পাবেন।
উক্ত অপশন গুলোর মধ্যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে পেজ দেখতে পাবেন তাতে জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করার জন্য কিছু তথ্য চাওয়া হয়েছে।
যেমন জন্ম নিবন্ধন নম্বর , জন্ম তারিখ ও দুই সংখ্যার গানিতিক ফলাফল। উল্লেখ্য জন্ম নিবন্ধন নম্বরের সংখ্যা অবশ্যই ১৭ সংখ্যার হতে হবে।
জন্ম নিবন্ধন ভেরিফিকেশন কপি কিভাবে পাবেন
জন্ম নিবন্ধন ভেরিফিকেশন কপি পেতে হলে আপনাকে জন্ম ও মৃত্য নিবন্ধন পেজে প্রবেশ করে জন্ম নিবন্ধন সনদের ১৭ সংখ্যার নাম্বার , জন্ম তারিখ, ক্যাপচা ফলাফল বসিয়ে Search বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি পেয়ে যাবেন।
এই অনলাইন কপি প্রিন্ট করার জন্য আপনাকে স্কিন সর্ট নিয়ে ভালোভাবে এডিট করে প্রিন্ট করাতে হবে। কারন এখানে জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাওনলোড করার সুযোগ রাখা হয় নাই।
17 ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন
17 ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে আপনাকে জন্ম ও মৃত্য নিবন্ধন এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর যে ফরম দেখতে পাবেন তাতে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার বসাতে হবে । এর পর জন্ম তারিখ ও শেষের বক্স এ দুই সংখ্যার গানিতিক ফলাফল বসিয়ে Search বাটনে ক্লিক করলে 17 ডিজিটের জন্ম নিবন্ধন যাচায় করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি ইংরেজি তে পাওয়া যাবে কি ?
আপনি জন্ম নিবন্ধন যাচাই কপি ইংরেজি তেই পাবেন। কারণ জন্ম নিবন্ধন অতীব প্রয়োজনীয় একটি ডকুমেন্ট।যা বর্তমানে ব্যক্তির স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হয়।আর তাই এটি ইংরেজীতে হওয়া একান্ত বাঞ্চনীয়।
বিশেষ করে যারা বিভিন্ন প্রয়োজনে দেশের বাইরে যায় তাদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন অনেক জরুরি।
আর এই সব বিবেচনায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নতুন অনলাইন জন্ম নিবন্ধন কপি ইংরেজীতে প্রকাশ করেছেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি ইংরেজী তে পেতে জন্ম ও মৃত্য নিবন্ধন এই ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধন নাম্বার , জন্ম তারিখ ও দুই সংখ্যার গানিতিক ফল প্রদান করে Search বাটনে ক্লিক করলে আপনি আপনার জন্ম নিবন্ধন যাচায় কপি ইংরেজীতে পেয়ে যাবেন।
nid দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
nid দিয়ে জন্ম নিবন্ধন যাচাই বা nid দিয়ে জন্ম নিবন্ধন নম্বর বের করতে সর্বপ্রথম নির্বাচন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করে রেজিস্ট্রার করুন বাটনে ক্লিক করতে হবে।
এই পেজে আপনার এন আই ডি নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচার কোড বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। কিভাবে কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট এ একাউন্ট রেজিস্ট্রার করতে হবে তা বিস্তারিত জানতে নাম দিয়ে এন আইডি কার্ড বের করা ও ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা এই আর্টিকেল টি পড়ুন।
সফলভাবে কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট এ একাউন্ট রেজিস্ট্রার হয়ে গেলে উক্ত পেজে লগ অন করতে হবে। লগ ইন সম্পুর্ন হলে নিচের ছবির মত একটি পেজ পাবেন।
এখানে যে অপশন গুলো দেখতে পাবেন তা থেকে প্রফাইল অপশনে ক্লিক করে ব্যক্তিগত তথ্য বাটনে ক্লিক করলে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার দেখতে পাবেন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই বাংলা দেখার উপায়।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই বাংলা তে দেখার উপায় কি তা অনেকেই জানতে চায়। তবে এটা জেনে রাখুন যে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই বাংলা এবং ইংরেজী একই পদ্ধতিতে করতে হয়।
জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করার পর যে অনলাইন কপি দেখতে পাবেন তাতে এক পাশে বাংলা এবং অন্য পাশে ইংরেজীতে বিভিন্ন তথ্য উল্লেখ করা রয়েছে।
সুতারং বলা যায় অনলাইন জন্ম নিবন্ধন যাচাই বাংলা এবং ইংরেজী একই রকম পদ্ধতিতে করতে হয়।
হারানো জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন।
হারানো জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করতে হয় তা আমরা অনেকেই জানি না। এখন এই বিষয়ে আলোকপাত করা হলো।
যদি আপনার জন্ম নিবন্ধন সনদ হারিয়ে যায় তাহলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দিয়ে যাচাই করতে পারবেন ।
মূলত জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রয়োজন জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ।
আর যদি আপনার কাছে আপনার হারানো জন্ম নিবন্ধন এর কোন ফটোকপি বা কোন প্রকারে সংরক্ষন না করা থাকে তা হলে আপনি যে ইউনিয়ন পরিষদ অফিস বা সিটি করপোরেশন অফিসে জন্ম নিবন্ধন করেছিলেন সেখানে যোগাযোগ করুন।
আমরা অনেকেই এই বিষয় টা না জেনে অনলাইনে বা ইউটিউবে হারানো জন্ম নিবন্ধন কিভাবে ডাওনলোড করব তা খোজা খুজি করি।
nid number দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন
আপনারা অনেকেই nid number দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করতে হয় তা জানেন না। যদি আপনার জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গিয়ে থাকে আর জন্ম নিবন্ধন এর কোন কপি না থাকে তাহলে আপনার এন আই ডি নম্বর দিয়ে জন্ম নিবন্ধন নাম্বার খুজে পাবেন।
আর জন্ম নিবন্ধন নাম্বার খুজে পেলে জন্ম নিবন্ধন এর অনলাইন কপি খুব সহজে খুজে পাবেন। এ পর্যায়ে আলোচনা করা হচ্ছে কিভাবে nid number দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করবেন।
nid number দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে আপনাকে এন আই ডি এ্যাপ্লিকেশন সিষ্টেম এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিষ্ট্রেশন করতে তা জানতে এই পোষ্ট টি পড়তে পারেন।
রেজিষ্ট্রেশন করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি আপনার এন আই ডি এর বিস্তারিত প্রফাইল দেখতে পাবেন। এই বিস্তারিত তথ্যের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার দেখতে পাবেন।
application id দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন
application id দিয়ে জন্ম নিবন্ধন যাচাই বা আবেদনের বর্তমান অবস্থা জানতে এই লিংকে ক্লিক করুন। এরপর application id নম্বর ও জন্ম তারিখ দিয়ে দেখুন বাটন এ ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন এর বর্তমান অবস্থা জানতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন apps আছে কি?
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন apps আমরা অনেকে খুজি। প্লে ষ্টোরে এটা লিখে সার্স দিলে বেশ কিছু এ্যাপস পাবেন। তবে জেনে রাখা ভালো যে আপনি যে App দেখতে পাবেন তার কোন টা অফিসিয়াল নয়।
এই ধরনের App ডাওনলোড করে ওপেন করার সাথে সাথে জন্ম নিবন্ধন সংক্রান্ত অফিসিয়াল সাইটে রিডাইরেক্ট করে দেবে।
আর তাই এ ধরনের App ব্যবহার না করে সরাসরি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোন ব্রাওজারে প্রবেশ করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করা উত্তম।
শেষ কথা
বন্ধুরা এতক্ষন আলোচনা করা হয়েছে কিভাবে আপনি birth certificate verification bd বা জন্ম নিবন্ধন ভেরিফিকেশন করতে পারবেন সে সম্পর্কে।
এই আর্টিকেল টি সম্পূর্ন পড়লে আপনি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমরা সকলে জানি জন্ম নিবন্ধন আমাদের জীবনে একটি অতীব গুরুত্ব পূর্ণ ডকুমেন্ট। আর তাই জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল বিষয়ে অধিক যত্ন বান হতে হবে।
বন্ধুরা আমার এই আলোচনার মধ্যে যদি কোন প্রকার ভূল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। যার ফলে আমি সহ অন্য সকল পাঠক বন্ধুরা উপকৃত হব।