কিভাবে ওয়ারিশ সার্টিফিকেট ফরম pdf বা ওয়ারিশ সনদ ডাউনলোড করবেন তা আমরা আমাদের এই পেজে আলোচনা করতে যাচ্ছি।
আমরা অনেকেই মনে করি জমি জায়গা সংক্রান্ত সকল বিষয় অনেক ঝামেলা যুক্ত । এই ঝামেলা আসলে আমাদের অনেক কিছু না জানার কারনে হয়ে থাকে ।
ওয়ারিশ সম্পত্তি বন্ঠনের ক্ষেত্রে একটী গুরুত্ব পূর্ন বিষয় হলো ওয়ারিশ সনদ বা ওয়ারিশ সার্টিফিকেট । ওয়ারিশ সম্পত্তি বন্ঠনের ক্ষেত্র আপনাকে অনেক সময় আপনি যে মৃত ব্যক্তির ওয়ারিশ তা প্রমান করতে হয় ।
আর এ জন্য আপনার ওয়ারিশ সনদ প্রয়োজন হয় । আপনি চাইলে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদের চ্যেয়ারম্যান এর নিকট হতে ওয়ারিশ সনদ বা ওয়ারিশ সার্টিফিকেট গ্রহন করতে পারেন ।
কিন্তু বর্তমানে আপনি ওয়ারিশ সনদ বা ওয়ারিশ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে পেতে পারেন। আজ আমি আপনাদের সাথে আলচোনা করতে যাচ্ছি আপনি কিভাবে ওয়ারিশ সনদ ডাউনলোড বা ওয়ারিশ সার্টিফিকেট ফরম pdf পেতে পারেন।
ওয়ারিশ সনদ ডাউনলোড বা ওয়ারিশ সার্টিফিকেট ফরম pdf কিভাবে পাবেন
আমরা জানি উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত জমি নিজের নামে নামজারি করতে হলে ওয়ারিশ সনদ প্রয়োজন হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রানালয় বর্তমানে জমি জায়গা সংক্রান্ত্র অনেক সুয়োগ সুবিধা অনলাইনের মাধ্যমে প্রদান করে থাকেন।
ঠিক তেমনি আপনি নিজে অনলাইনের মাধ্যমে ওয়ারিশ সনদ এর জন্য আবেদন করতে পারবেন। আপনি কিভাবে ওয়ারিশ সার্টিফিকেট অনলাইন এর মাধ্যমে পেতে পারেন সে বিষয়ে আলচোনা করা হলো।
এ ছাড়া ও আরও পড়তে পারেন ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান করার নিয়ম সম্পর্কে।
ওয়ারিশ সার্টিফিকেট অনলাইন পাওয়ার উপায়
ওয়ারিশ সার্টিফিকেট অনলাইন এ পেতে প্রথমে আপনি স্মার্ট ভূমি সেবা এই লিংক এ প্রবেশ করতে হবে । তাহলে আপনি এ রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখান থেকে আপনি ওয়ারিশ সনদ অপশন টি তে ক্লিক করতে হবে । একটি এলার্ট এর মাধ্যমে আপনাকে নিবন্ধন করতে বলা হবে । আপনি যদি ইতিপূর্বে নিবন্ধন করে থাকেন তা হলে লগ ইন করতে হবে ।
আপনি নতুন হলে আপনাকে না, নিবন্ধন করুন বাটন টি তে ক্লিক করুন। তাহলে আপনি এ রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ।
এখানে আপনি দুই ভাবে নিবন্ধন করতে পারবেন। আপনি জন্ম নিবন্ধন এর মাধ্যমে এবং জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে এই দুটোর যে কোন একটি দিয়ে নিবন্ধন করতে পারবেন।
এখানে যে সকল তথ্য যাওয়া হয়েছে সে সকল তথ্য দেওয়ার পরে আপনার মোবাইল নম্বর দিবেন। মোবাইল নম্বর এর নিচে একটি চেক বক্স পাবেন যেখানে আমি প্রত্যয়ন সিস্টেমের তথ্য এক্সেস নীতিমালা সাথে একমত লেখা আছে সেটি চেক করতে হবে।
তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে নিবন্ধন করুন বাটনটিতে ক্লিক করুন। আপনার প্রদত্ত মোবাইল নম্বরটিতে একটি ওটিপি মেসেজ প্রবেশ করবে। এরপর আপনি ওটিপি ভেরিফিকেশন কোডটি বসিয়ে জমা দিন বাটনটিতে ক্লিক করুন।
এরই মধ্য দিয়ে আপনি নিবন্ধন করার কাজটি সম্পন্ন করলেন।
পরবর্তী ধাপে আপনাকে হোম পেজে লগ ইন বাটনটিতে ক্লিক করতে হবে
আপনি নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিয়ে লগইন করতে হবে।লগ ইন করার পরে আপনি আপনার প্রোফাইলে যে সকল তথ্য চাওয়া হয়েছে সে সকল তথ্য প্রদান করে প্রোফাইলটি ১০০% সম্পূর্ণ করতে হবে ।
হোম পেজের সেবা সমূহ অপশনে আপনি অনেকগুলো সেবার অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ওয়ারিশ সনদ সিলেক্ট করুন। তারপর আপনি সকল তথ্য প্রদান করে ফরম পূরুন করুন । এভাবে আপনি আপনার ওয়ারিশ সনদ টি পেয়ে যাবেন।
আরও পড়ুন অনলাইনে জমির রেকর্ড যাচাই বাংলাদেশ বা জমির রেকর্ড কত বছর পর পর হয়।
ওয়ারিশ সার্টিফিকেট অনলাইন চেক করার উপায়
অনলাইনে ওয়ারিশ সনদ ডাউনলোড বা ওয়ারিশ সার্টিফিকেট ফরম pdf পাওয়ার জন্য আপনি প্রত্যয়ন এ লগ ইন করতে হয় ।
ওয়ারিশ সার্টিফিকেট অনলাইন চেক করতে এখান থেকে আপনাকে সনদ যাচাইকরণ বাটন টি তে ক্লিক করতে হবে । ক্লিক করার পরেি পরবর্তি পেজে আপনার সনদ নম্বর বা আবেদনের আই ডি চাওয়া হবে ।
এখানে আপনি আপনার আবেদনের আই ডি নং বা সনদ নম্বর দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করুন । তাহলে আপনি আপনার ওয়ারিশ সনদ অনলাইন চেক করতে পারবেন ।
ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যাবে কি ?
হ্যা , অবশ্যই আপনি আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদের চ্যেয়ারম্যান এর নিকট হতে ওয়ারিশ সনদ নিতে পারবেন ।
এক্ষেত্রে আপনাকে প্রয়োজনিয় কাগজ পত্র সহ ইউনিয়ন পরিষদের ক্লার্ক এর নিকট হতে ওয়ারিশ সনদ এর ফরম পুরুন করতে হবে । তার পর আপনি চ্যেয়ারম্যান এর নিকট হতে ওয়ারিশ সনদ পাবেন ।
ওয়ারিশ সনদ আবেদন পত্র কীভাবে পাবো ?
আপনি দুই ভাবে ওয়ারিশ সনদ আবেদন পত্র পেতে পারেন । সরাসরি স্থানীয় ইউনিয়ন পরিষদে/ পৌরসভা অফিসে অথবা অনলাইনে । অনলাইনে ওয়ারিশ সনদ আবেদন পত্র পেতে প্রত্যয়ন লিংকে ভিজিট করুন।
উক্ত ওয়েবসাইট এ সেবাসমূহ অপশন থেকে ওয়ারিশ সনদ এ ক্লিক করুন। তাহলে আপনি ওয়ারিশ সনদ আবেদন পত্র পেয়ে যাবেন ।
ওয়ারিশ সনদ ফরম pdf কোথায় পাবো ?
ওয়ারিশ সনদ ফরম pdf আকারে পেতে ইউপিবাতায়ন এ ক্লিক করুন । এখান থেকে ফরম নম্বর সিলেক্ট করে ওয়ারিশ সনদ সার্স pdf বাটনে ক্লিক করুন।
ওয়ারিশ সনদ গ্রহণের জন্য কি কি লাগে ?
জীবিত ব্যক্তির এনআইডি নং ও জন্ম তারিখ লাগবে ।
যারা ওয়ারিশ তাদের জন্ম নিবন্ধন নং ও জন্ম তারিখ লাগবে ।
ওয়ারিশগণের এনআইডি নং ও জন্ম তারিখ ।
শেষ কথা
বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ওয়ারিশ সনদ আবেদন করতে পারেন।
এরপর আপনার আবেদনকৃত ট্রাকিং নাম্বার সহ কপি নিয়ে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে ওয়ারিশ সার্টিফিকেট ফরম pdf বা হার্ড কপি সংগ্রহ করতে পারেন ।
আমার এই আলোচনার মধ্যে যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ।