নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড চেক করার নিয়ম,এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড

এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড বা নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড চেক করার উপায় এই পেজে জানতে পারবেন।

বর্তমানে আমাদের সামাজিক , নাগরিক , অর্থনৈতিক ,রাজনৈতিক তথা প্রতিটি ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের ব্যবহার অধিক হারে বেড়ে গেছে । 

এমতাবস্থায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৬ সালে পুরাতন জাতীয় পরিচয় পত্রের পরিবর্তে স্মাট কার্ড প্রদান করা শুরু করে ।  

আপনি হয়ত ভাবতে পারেন পুরোনো এন আই ডি কার্ড দিয়ে তো কাজ চলছে তা হলে পুরোনো এন আই ডি কার্ডের পরিবর্তে এন আই ডি স্মার্ট কার্ড এর কি প্রয়োজন ।  অবশ্যই স্মার্ট কার্ড একটি অতীব প্রয়োজনীয় ডকুমেন্ট ।  

কারন বর্তমানে স্মার্ট কার্ড দ্বারা পুরাতন এন আই ডি এর তুলনায় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় ।

যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও ব্যাংক হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স করা, পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন ইত্যাদি ।  

নিরাপত্তার দিক বিবেচনা করলে পুরাতন এন আই ডির প্লাস্টিক নেমিলেটিং এর থেকে স্মার্ট কার্ড বেশি শক্ত ও মজবুত ।  

আমরা অনেকে এখন ও স্মার্ট কার্ড পায়নি । যারা পায়নি তারা বিভিন্ন ভাবে নিজের স্মার্ট কার্ড এর অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করে থাকি ।

আপনি চাইলে আপনার এন আই ডির স্মার্ট কার্ড সম্পর্কে  নিজে নিজেই অনলাইনে মাধ্যমে জানতে পারেন । 

আজ আমি আমার এই আর্টিকেলে নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড চেক,এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোডসে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ।  

Table of Contents

নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড চেক করার উপায় বা স্মার্ট কার্ড চেক স্ট্যাটাস

ইতিপূর্বে আমরা জেনেছি পুরাতন এন আই ডি কার্ডের পরিবর্তে স্মার্ট কার্ডে বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়।  

তাই যে কোন কারনে আপনার স্মার্ট কার্ডের জরুরী প্রয়োজন হতে পারে। সে জন্য আপনার নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড চেক করার প্রযোজন হতে পারে।  

এ পর্যায়ে আমি কিভাবে আপনি নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড চেক করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।  

আপনি কয়েকটি উপায়ে স্মার্ট কার্ড চেক করতে পারবেন। যেমন, 

  • এস এম এস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করতে পারবেন।  
  • অনলাইনে স্মার্ট কার্ড চেক করতে পারবেন।  
  • এন আই ডি  একাউন্ট থেকে স্মার্ট কার্ড চেক করতে পারবেন।  
  • স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে স্মার্ট কার্ড চেক করতে পারবেন।  

নিম্নে উপরে উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো।  

স্মার্ট কার্ড চেক sms এর মাধ্যমে

বাংলাদেশে আমরা যারা ভোটার হই তারা প্রায় সকলেই মোবাইল ব্যবহার করে থাকি। আপনি চাইলে আপনার মোবাইল ব্যবহার করে আপনার স্মার্ট কার্ড এর অবস্থা চেক করতে পারেন ।ার্ড এর অবস্থা চেক করতে পারেন । 

এক্ষেত্রে আপনি নতুন ভোটার হন বা পুরাতন ভোটার হন উভয় ক্ষেত্রেই এস এম এস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করতে পারবেন ।  

নতুন ভোটার হলে কিভাবে sms করবেন ? 

যারা নতুন ভোটার হয়েছেন তারা যদি কোন কারনে আপনার স্মার্ট কার্ড সম্পর্ক জানতে চান তাহলে sms এর মাধ্যমে আপনি তা জানতে পারবেন । নতুন ভোটার নিবন্ধন করার সময় আপনাকে অবশ্যই একটি ফরম এর গ্রাহক কপি দিয়ে থাকবে । 

এই ফরম এর গ্রাহক কপি কে আমরা ভোটার স্লিপ ও বলে থাকি । এই স্লিপে একটি ফরম নম্বর বা স্লিপ নম্বর থাকে ।

আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন NID < একটি স্পেস দেবেন > ভোটার নিবন্ধন স্লিপ বা ফরম নম্বর লিখবে ন <একটি স্পেস দেবেন > জন্ম তারিখ লিখবেন। তারপর পাঠিয়ে দেবেন ১০৫ নম্বরে। 

উদাহরণঃ NID 2756642380 25-08-2002 

তারপর 105 নম্বরে সেন্ট করবেন। 

পুরাতন ভোটার হলে কিভাবে sms করবেন ? 

আপনি যদি পুরাতন ভোটার হন তা হলে আপনার যা জাতীয় পরিচয় পত্র রয়েছে তাতে ১৭ সংখ্যার একটি জাতীয় পরিচয় পত্র নাম্বার রয়েছে । কারও কারও ১০ সখ্যার ও থাকতে পারে । 

এখন আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন SC < একটি স্পেস > NID < একটি স্পেস > ১০/১৭ সংখ্যার Nid নম্বর। তারপর পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে। 

উদাহরণঃ SC NID 6574584750 

তারপর 105 নম্বরে ম্যাসেজ সেন্ট করে দেবেন। 

ফিরতি মেসেজে আপনি আপনার এন আই ডি কার্ড বা স্মার্ট কার্ডের অবস্থা সম্পর্কে জানতে পারবেন । এক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড যদি তৈরি হয়ে থাকে তাহলে তার অবস্থান কোথায় তাও আপনি জানতে পারবেন । 

অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক বা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন বর্তমানে অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করা যায় । আর এটি একটি সহজ প্রক্রীয়া । আপনি কি ভাবে অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করবেন সে বিষয়ে এখন আলোচনা করা হলো । 

নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড-অনলাইনে স্মার্ট কার্ড চেক করতে হলে আপনাকে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই লিংক এ ভিজিট করুন । তাহলে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন । 

অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

এই পেজে আপনি প্রথম বক্সে জাতীয় পরিচয় পত্র নম্বর দিবেন । আর যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনি আপনার ভোটার স্লিপ নম্বর বা ফরম নম্বর দিবেন ।  

তার পরের বক্সে আপনার জন্ম তারিখ এবং পরবর্তি বক্সে উপরের অস্পষ্ট কোড টি লিখুন । তার পর সাবমিট বাটনে ক্লিক করুন । ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন ।  

অনলাইনে স্মার্ট কার্ড চেক

এই পেজ টি তে আপনি আপনার এন আই ডি স্মার্ট কার্ডের স্ট্যাটাস বা বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন । 

এন আই ডি একাউন্ট থেকে স্মার্ট কার্ড চেক বা স্মার্ট কার্ড স্টেটাস

নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড-অনলাইনে স্মার্ট কার্ড চেক করার যে সকল উপায় বর্ননা করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইট এন আই ডি এ্যাপ্লিকেশন সিস্টেম থেকে আপনি আপনার এন আই ডি স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন ।  

আর তার জন্য আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে । কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এন আই ডি কার্ড সংশোধন করবেন তা জনতে আপনি  কিভাবে অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করবেন  এই পোষ্ট টি পড়তে পারেন ।  

এন আই ডি এ্যাপ্লিকেশন সিস্টেম এ রেজিস্ট্রেশন  করার পরে আপনি লগ ইন করুন । লগ ইন করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন ।  

এন আই ডি দিয়ে স্মার্ট কার্ড চেক

এই পেজে আপনার এন আই কার্ড সক্রান্ত বিভিন্ন তথ্য এখানে দেখতে পাবেন । আপনি চাইলে এখান থেকে আপনার এন আই ডি কার্ডের বিভিন্ন তথ্য সংশোধন করতে পারবেন ।  

যাই হোক আপনি এই পেজে যে অপশন গুলো দেখতে পাবেন সেখান থেকে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস বাটন টি তে ক্লিক করুন ।  

ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনার কাঙ্খিত স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস বা বর্তমান অবস্থা দেখতে পারবেন । 

স্মার্ট কার্ড চেক এন আই ডি একাউন্ট থেকে

স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে স্মার্ট কার্ড চেক  

উপরে উল্লেখিত উপায়ে ছাড়াও আপনি সরাসরি উপজেলা নির্বাচন কমিশন এর কার্যালয়ে গিয়ে সেখানকার কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার স্মার্ট কার্ড চেক করতে পারবেন ।

তবে আপনাকে অবশ্যই আপনার পুরাতন এন আই ডি কার্ড এর কপি অথবা আপনি যদি নতুন ভোটার হন তাহলে আপনার ভোটার স্লিপ নিয়ে যেতে হবে ।  

আর একটি বিষয় মনে রাখতে হবে , যার এন আই ডি কার্ড তাকে উপজেলা নির্বাচন কমিশন এর কার্যালয়ে হাজির থাকতে হবে ।  

এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড বা অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড 

আমরা অনেকেই অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য  নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড ডাউনলোড লিখে সার্স দিই । প্রকৃত পক্ষে স্মার্ট কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করা যায় না ।  

কারণ এটি পলি-কার্বনেট দ্বারা তৈরি । আর এর মধ্যে একটি চীপ থাকে যা বিভিন্ন নিদ্দিষ্ট মেশিনে রিডেবল । 

তবে হ্যা আপনি চাইলে আপনার এন আই ডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারেন । আপনি যদি জানতে চান কিভাবে অনলাইন কপি ডাউনলোড করতে হবে তাহলে আমাদের  ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা, nid online copy download mobile  এই পোষ্ট টি পড়তে পারেন ।  

নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড সংশোধন কিভাবে করবেন  

এ পর্যায়ে আমি আমি নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড সংশোধন কিভাবে করবেন সে সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করতে যাচ্ছি । 

মুলত স্মার্ট কার্ড সংশোধন এবং পুরাতন এন আই ডি কার্ড সংশোধন প্রক্রীয়া একই । স্মার্ট কার্ড সংশোধন করতে আপনাকে বাংলাদেশ এন আই ডি এ্যাপ্লিকেশন সিস্টেম এ রেজিষ্ট্রেশন করে লগ ইন করতে হবে । 

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড বা ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড বা ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার জন্য NID Application System এই সাইটে রেজিষ্ট্রেশন করে লগ ইন করতে হবে। লগ ইন করে উক্ত পেজ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ভোটার স্লিপ নম্বর দিয়ে আপনি আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

 
কিভাবে স্মার্ট কার্ড পাওয়া যাবে ? 

 
নির্বাচন কমিশন কতৃক একটি নিদিষ্ট সময়ে স্থানীয় ইউনিয়ন এর মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ করে থকে । 
 যদি আপনি কোন কারনে স্মার্ট কার্ড নিতে ব্যর্থ হন তাহলে আপনাকে আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে । 

 
পুরাতন আইডি কার্ড থেকে স্মার্ট কার্ড কিভাবে পাব? 

 
স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এখন ও চলমান । তাই যখন আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা শুরু হবে তখন পুরাতন আই ডি কার্ডের ফটোকপি জমা দিয়ে স্মার্ট কার্ড গ্রহন করবেন।  

 
স্মার্ট কার্ড হয়েছে কিনা কিভাবে জানব ?  

 
স্মার্ট কার্ড হয়েছে কিনা জানতে এন আই ডি এ্যাপ্লিকেশন সিস্টেম সাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে হবে । অথবা আপনি সরাসরি স্মার্ট কার্ড স্ট্যাটাস এই লিংক এ প্রবেশ করুন । তাহলে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা তা জানতে পারবেন । 

শেষ কথা  

এতক্ষণ আলোচনা করা হলো কি ভাবে আপনি নির্বাচন কমিশন বাংলাদেশ স্মার্ট কার্ড চেক ও এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড সে সম্পর্কে। আশা করি আমার এই আলোচনা সকলকে এই বিষয় টি সম্পর্কে বুঝতে কিছুটা হলেও সাহায্য করবে । 

আমার এই আলোচনার মধ্যে যদি কোন প্রকার ভুল থাকে তা হলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন যাতে আমি সহ অন্যান্ন পাঠক বন্ধুদের উপকার হয়,ধন্যবাদ । 

Leave a Comment