নাম দিয়ে এন আইডি কার্ড বের করা ও ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

নাম দিয়ে এন আইডি কার্ড বের করা ও ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায় তা এই আর্টিকেলে বিস্তারিত ভাবে যানতে পারবেন।

বন্ধুরা বর্তমানে আমাদের জীবনে NID card ( National Identity Card) বা জাতীয় পরিচয় পত্র খুইভ ই গুরুত্বপূর্ন ডকুমেন্ট । বর্তমানে আমাদের জাতীয় জীবনে  প্রতিটি ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের ব্যবহার বেড়েই চলছে ।  

বর্তমানে সরকারি , বেসরকারি  সেবা , ব্যংকিং সেবা , দোকান পাঠ  , বাসা ভাড়া সহ প্রায় সকল ক্ষেত্রে NID card বা জাতীয় পরিচয় পত্রের প্রচলন ব্যপক ভাবে বেড়ে গেছে ।  

তাই বর্তমানে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আর যদি আপনার জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন।  

বাংলাদেশে ১৮ বছর বয়সে আপনি  জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে পারবেন । আপনি যখন জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেন তখন আপনাকে একটি ফরম  দেওয়া হয় ।  

এই ফরম কে আমরা অনেকে ভোটার স্লিপ বলে থাকি। এমন অনেক সময় দেখা যায় আপনি  জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছেন কিন্তু NID card বা জাতীয় পরিচয় পত্র পেতে সময় লাগছে । কিন্তু আপনার NID card বা জাতীয় পরিচয় পত্রের অনেক প্রয়োজন । এখন আপনি কি করবেন ?  

আপনি চাইলে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি আপনার NID card বা জাতীয় পরিচয় পত্রের আবেদনের স্লিপ বা ভোটার স্লিপ দিয়ে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন । জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি  ডাউনলোড  করতে আপনারা অনেকে nid online copy download mobile  লিখে সার্স করেন ।  

বন্ধুরা আজ আমি আমার এই আর্টিকেলে কিভাবে আপনি ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা বা nid online copy download mobile সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এ ছাড়াও আপনি যদি আপনার এন আই ডি কার্ড সংশোধন করতে চান তা হলে কিভাবে অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করবেন এবং অনলাইনে কিভাবে ভোটার আবেদন করবেন তা জানতে অনলাইনে ভোটার আবেদন করার নিয়ম এই পোষ্ট গুলো পড়তে পারেন।

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায় কিভাবে ?

বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ অনলাইন জগতে অগ্রসর হয়েছে। বাংলাদেশের অনেক সেবা অনলাইনে প্রদানের আছে সরকার যে সকল উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছেন তারমধ্যে অন্যতম হল অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদান করা। আমরা যখন নতুন ভোটার নিবন্ধিত হই তখন আমাদের একটি ফর্ম পূরণ করতে হয়। 

উক্ত ফর্ম পূরণের সাথে সাথে কর্তৃপক্ষ ফর্মের নিচের দিকের একটি অংশ গ্রাহক কপি হিসাবে আমাদেরকে প্রদান করে থাকেন। ফর্মের নিচের যে অংশ আমাদেরকে প্রদান করে থাকেন তাকে আমরা ভোটার স্লিপ বলে থাকি।  

আবেদন ফর্ম পূরণ করার পরে জাতীয় পরিচয় পত্র পেতে বেশ কিছুদিন সময় লেগে থাকে। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাতীয় পরিচয় পত্রের মূল কপি পাওয়ার আগে বিশেষ কোন প্রয়োজনে আমাদের জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়ে থাকে। 

সেক্ষেত্রে আমরা জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করতে পারি। আমরা অনেকেই জানিনা জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি কিভাবে পাব। কিন্তু আমরা চাইলে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা বা ভোটার স্লিপ দিয়ে অনলাইন কপি বের করতে পারি। 

কিভাবে স্লিপ নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করবেন 

nid online copy download mobile  এর জন্য আপনাকে  প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে । এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন ।

নাম দিয়ে এন আইডি কার্ড বের করা

হোম পেজে আপনি দুটি অপশন দেখতে পাবেন । একটি তে আপনার যদি জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে আপনি রেজিষ্ট্রেশন করতে পারেন । আর অন্য অপশনে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। 

যেহেতু আমরা কিভাবে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায় সে বিষয়ে জানার চেষ্টা করছি  তাই ধরে নিলাম আপনার জাতীয় পবিচয় পত্রের জন্য আবেদন করা রয়েছে ।  

এখন আপনাকে রেজিষ্টার করুন বাটন টি তে ক্লিক করুন । ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন ।  

স্লিপ নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র

উক্ত পেজে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এবং জন্ম তারিখ প্রদান করুন । যেহেতু আপনি নতুন ভোটার তাই আপনাকে ফরম নম্বর দিতে হবে । এবং নিচের দিকে একটি বক্স এ যে কোড রয়েছে সেটি সর্তকতার সহিত বসিয়ে  সাবমিট বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন । 

3 1

এই পেজে আপনি আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করুন । ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন । 

4 1

এই পজে আপনি আপনার মোবাইল নম্বর প্রদান করুন এবং বার্তা পাঠান বাটন টি তে ক্লিক করুন।  

5 1

ক্লিক করার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি OTP ভেরিফিকেশন কোড পাঠানো হবে । কোড টি বসিয়ে বহাল বাটনে ক্লিক করুন । ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন । 

6 1

এই পজে আপনি একটি QR বার দেখতে পাবেন । এখন আপনার মোবাইলের প্লে ষ্টোরে প্রবেশ করে NID Wallet নামে একটি App ডাওনলোড করুন । App টি ডাওনলোড করে ইন্সটল করুন । App টি তে প্রবেশ করে আপনি সকল  নির্দেশনা অনুসরন করুন। 

App টি ওপেন করার পরে  আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের ক্যমেরা অন  হয়েছে । এখন আপনি  এই ওয়েবসাইটির একাউন্ট রেজিষ্টার পেজে যে QR স্ক্যান বার রয়েছে সেটি আপনার মোবাইলের ক্যামেরায় রাখুন । আপনার মোবাইল দ্বারা QR স্ক্যান বার স্ক্যান  করা শেষ হলে আপনি ফেস স্ক্যান করার অপশন দেখতে পাবেন । এখানে আপনি আপনার ফেস এর সামনে ,ডানে এবং বামে স্ক্যান করুন । 

ফেস স্ক্যান শেষ হয়ে গেলে আপনার কম্পিউটার স্ক্রিনে অটোমেটিক ভাবে পরবর্তী  পেজে প্রবেশ করবে । সেখানে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন । 

7 1

এই পেজে আপনাকে পরামর্শ দওয়া হবে আপনার প্রফাইল টি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করুন । তা না হলে পরবর্তী  প্রয়োজনে আপনাকে পুরো প্রসেস টা পুনারায় করা লাগবে । তাই আপনার উচিৎ পাচওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা । যার ফলে আপনি পাসওয়ার্ড ভূলে গেলও পরবর্তীতে আপনি আপনার প্রফাইল রিকোভার করতে পারেন। 

আপনার প্রফাইল টি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করতে উপরের ছবিতে দেখানো পেজে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন । ক্লিক করার পরে আপনাকে পপরবর্তী পেজে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করুন। পরবর্তী বক্স এ পাসওয়ার্ড টি পুনারায় লিখে আপডেট বাটনে ক্লিক করুন। এর সাথে আপনার প্রফাইল টি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত হয়ে যাবে । এখন থেকে আপনি প্রতি বার এই ওয়েবসাইটে প্রবেশ করতে হলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। 

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা এখন মোবাইল দিয়ে আরও সহজ। আপনি আপনার মোবাইল এর যে কোন ব্রাউজার দিয়ে বাংলাদেশ এন আই ডি এ্যা্পলিকেশন সিস্টেম এই লিংক এ প্রবেশ করে উপরে উল্লেখিত নিয়ম গুলো অনুসরণ করে nid online copy download করতে পারেন। এক্ষেত্রে আপনাকে QR বার কোড স্ক্যান করার প্রয়োজন হবে না। মোবাইলের ব্রাউজার থেকে সরাসরি NID Wallet app এ নিয়ে যাবে। 

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করুন 

আপনি যদি ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই  উপরোক্ত নিয়মাবলি যথাযথ ভাবে অনুসরণ করতে হবে। উপরোক্ত নিয়মাবলি যথাযথ ভাবে অনুসরণ করে আপনার প্রফাইল পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করে এই পেজে কয়েকটি অপশন দেখতে পাবেন। 

8 1

উপরের ছবিতে দেখানো ডাউনলোড অপশন এ ক্লিক করুন । আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং নির্বাচন কমিশন কর্তৃক আপনাকে জাতীয় পরিচয় পত্র সরবরাহ না করে থাকে তাহলে আপনি এই পেজে আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপির ছবি দেখতে পাবেন।  

এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের দুই পাশের ছবি দেখানো হবে। এখান থেকে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।  

আর যদি নির্বাচন কমিশন কর্তৃক আপনাকে ইতিমধ্যে জাতীয় পরিচয় পত্রের কপি প্রদান করে থাকে তাহলে আপনি এই পেজে জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি দেখতে পাবেন না। তবে হ্যাঁ আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য এখানে দেখতে পাবেন ।

আইডি কার্ড বের করার সফটওয়্যার সম্পর্কে জানুন

আপনারা অনেকেই আইডি কার্ড বের করার সফটওয়্যার সম্পর্কে জানতে চান । আপনি যদি মোবাইল এ্যাপ এর মাধ্যমে এন আই ডি কার্ড বের করতে চান তাহলে আপনি আপনার মোবাইলের প্লে ষ্টোরে গিয়ে NID Card Check – ভোটার আইডি চেক এ্যাপ ডাউনলোড করুন । এখানে আপনি এন আই ডি সংক্রান্ত সকল সুবিধা পাবেন । 

জন্ম তারিখ ছাড়া আইডি কার্ড বের করার নিয়ম আছে কি ? 

 
না , জন্ম তারিখ ছাড়া আইডি কার্ড বের করার নিয়ম নেই । এন আই ডি কার্ড বের করতে হলে আপনাকে অবশ্যই জন্ম তারিখ দিতে হবে । 

নাম দিয়ে এন আইডি কার্ড বের করা যায় কি ? 

 
শুধু মাত্র নাম দিয়ে আপনি এন আই ডি কার্ড বের করা যায় না । এক্ষেত্রে আপনি উপরে উল্লেখিত নিয়ম অনুসরন করতে পারেন । 

 
মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা যায় কি ? 

 
আপনি আপনার মোবাইল দিয়ে আই ডি কার্ড চেক করতে চাইলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SC <স্পেস> C <স্পেস> F <স্পেস> স্লিপ নাম্বার <স্পেস> D <স্পেস> 4 সংখ্যার জন্ম সাল <-> দুই সংখ্যার জন্ম তারিখ এবং সেন্ড করুন 105 নাম্বারে যেমন- SC F 74654393 D 2002-25 এর সেন্ড করুন 105 নাম্বারে। ফিরতি ম্যাসেজ এ আপনি আপনার এন আই ডি কার্ডের তথ্য পেয়ে যাবেন । 

 

শেষ কথা  

বন্ধুরা এতক্ষন আলোচনা করা হয়েছে কিভাবে আপনি আপনার ভোটার ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা বা  nid online copy download mobile  সম্পর্কে । আমার এই আলোচনার মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন । যার ফলে আমি সহ সকল বন্ধুরা উপকৃত হব ,ধন্যবাদ । 

Leave a Comment