অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন ( ভোটার আইডি কাড সংশোধন ) কিভাবে করবেন তা এই আর্টিকেল বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা , আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন । বর্তমানে বাংলাদেশের পেক্ষাপটে আমাদের জাতীয় জীবনে এন আই ডি বা জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব অপরিহার্য ।
আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এ দেশের প্রতি টি নাগরিক সুযোগ সুবিধা পেতে হলে আপনার অবশ্যই নিজের এন আই ডি বা জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হবে ।
বাংলাদেশের নাগরিকদের সাধারণত ১৮ বছর বয়স হয়ে থাকলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি ভাবে ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র প্রদান করে থাকে ।
কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে আপনার এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের আবেদনে কোন একটি ভূল হয়ে যেতে পারে । যা আপনার দ্বারা ও হতে পারে বা করনিক দ্বার ও হতে পারে ।
যার ফলে আপনি যে এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র পেয়ে থাকেন তাতে কোন কিছু ভূল হয়ে যায় । আর যদি আপনার এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের ভূলের কারনে আপনার জন্ম নিবন্ধন এর সাথে মিল না থাকে তাহলে নানান জটিলতায় আপনাকে পড়তে হয় ।
এমন ও হতে পারে আপনি একটি পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন কিন্তু আপনার এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রে ভূল থাকার কারনে আপনার কাঙ্ক্ষিত পাসপোর্ট করতে নানান সমস্যার সৃষ্টি হয় ।
বর্তমানে যারা সরকারি চাকরি করেন বা কোন কোন ক্ষেতে বেসরকারি প্রতিষ্টান তাদের কর্মকর্তা কর্মচারি দের বেতন অনলাইনের মাধ্যমে প্রদান করে থাকে । আর এই ক্ষেত্রেও আপনার জাতীয় পরিচয় পত্রের ভূলের কারনে বেতন বন্ধ হয়ে যায় ।
তাই আমরা বলতেই পারি আমাদের জাতীয় পরিচয় পত্র সঠিক হওয়া অতীব জরুরী । আর যদি কোন কারনে আপনার জাতীয় পরিচয় পত্র সঠিক না হয় তাহলে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করাটা অত্যন্ত জরুরী ।
আজ আমরা আমাদের এই আর্টিকেলে আলোচনা করব আপনি কিভাবে অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করবেন সে সম্পর্কে ।
এন আই ডি সংশোধন বা ভোটার আইডি কাড সংশোধন করার নিয়ম জানুন
আমরা ইতিমধ্যে জেনেছি অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) খুইব ই গুরুত্বপূর্ণ বিষয় । বিভিন্ন কারনে আমাদের যে কারও জাতীয় পরিচয় পত্রে ভূল হতে পারে ।
আর এই জাতীয় পরিচয় পত্রের ভূল সংশোধন করা আমাদের কাছে কঠিন একটি বিষয় মনে হয় । এটা সাধারনত আমাদের জাতীয় পরিচয় পত্রের ভূল বা এনআইডি কার্ড সংশোধন এর নিয়ম সম্পর্কে না জানার কারনে হয়ে থাকে ।
আজ আমি আমার এই আর্টিকেলে আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি কিভাবে অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করবেন এ সম্পর্কে ।
অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে প্রথমে nid songsodhon এই লিংকে প্রবেশ করতে হবে ।
অনলাইনে এনআইডি কার্ড সংশোধন এর জন্য আপনাকে পথমে উক্ত ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে । রেজিষ্ট্রেশন করার সময় আপনার NID নম্বার , জন্ম তারিখ , স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা প্রয়োজন হবে ।
রেজিষ্ট্রেশন শেষে লগ ইন করে আপনার প্রফাইলে প্রবেশ করে আপনার এনআইডি কার্ড এর যে ভূল আছে তা সংশোধন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ এর মাধ্যমে আপনি আপনার এন আইডি কার্ড সংশোধনের কাজ সম্পন্ন করবেন।
আপনার আবেদন অনুমোদন হলেই এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে এবং আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনি অনলাইন থেকে আপনার সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
আপনি যে সকল তথ্য সংশোধন করতে পারবেন তা হলো , ভোটার আইডি কার্ড নাম সংশোধন , জন্ম তারিখ , মায়ের নাম ,পিতার নাম , ভোটার আইডি কার্ড এর ঠিকানা ও আরও কিছু তথ্য সংশোধন করতে পারবেন ।
ভোটার আই ডি কার্ড সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে?
আপনারা অনেকেই জানতে চান ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে ? নিম্নে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে সে বিষয়ে আলোকপাত কর হলো ।
এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করতে সাধারনত শিক্ষাগত যগ্যতার সনদ পত্র, জন্ম নিবন্ধন কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কাগজ লাগে । তবে এই সকল কাগজ গুলোর মধ্যে যে কোন দুই টি কাগজ লাগে ।
তবে ক্ষেত্র বিশেষে আপনার আরও কিছু কাগজ লাগতে পারে যেমন নিজ নামের বানান ও আংশিক পরিবর্তন এর ক্ষেত্রে উপরে উল্লেখিত কাগজ এর সাথে সন্তানদের পাবলিক পরিক্ষার সনদ বা সন্তানদের জাতীয় পরিচয় পত্র, এম পি ও বা সার্ভিস বুকের কপি বা বিবাহের কাবিননামা ইত্যাদি । উল্লেখ্য উক্ত কাগজ গুলো সব ফটোকপি প্রয়োজন হবে ।
ডকুমেন্ট সংরক্ষন করবেন কিভাবে
প্রথমে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুলো একটি স্ক্যানারে স্ক্যান করে ইমেজ হিসাবে আপনার কম্পিউটারে নিদিষ্ট একটি ফাইলে রাখুন যাতে আপলোড করার সময় আপনি আপনার ডকুমেন্ট গুলো সহজে আপলোড করতে পারেন । মোবাইলের ক্ষেত্রেও আপনি আপনার কগজ পত্র মোবাইলের মাধ্যমে ছবি তুলে Edit করে Crop করে একটি নিদিষ্ট ফইলে সংরক্ষন করতে পাবেন ।
আপনি এন আইডি কার্ড সংশোধন ফি সম্পর্কে জানুন
আপনি যদি অনলাইনে এনআইডি কার্ড সংশোধন করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি নিদিষ্ট পরিমাণ টাকা ফি হিসাবে প্রদান করতে হবে।এই ফি নির্ভর করবে আপনি আপনার এন আই ডি কার্ডের কি সংশোধন করতে চান তার উপর।
নিম্নে এন আইডি কার্ড এর বিভিন্ন ধরনের সংশোধন ফি সম্পর্কে জানানো হলো।
এনআইডির তথ্য সংশোধন এর জন্য ফি – ২৩০ টাকা
অন্যান্য তথ্য সংশোধন এর জন্য ফি – ১১৫ টাকা
উভয় তথ্য সংশোধন এর জন্য ফি – ৩৪৫ টাকা
এন আই ডি কার্ডের রিইস্যু করার ফি – ৩৪৫ টাকা
এন আই ডি কার্ডের রিইস্যু জরুরী ভিত্তিতে করতে ফি – ৫৭৫ টাকা
ভোটার আইডি কার্ড সংশোধন অনলাইন আবেদন করার প্রক্রীয়া বা এনআইডি সংশোধন
অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করতে হলে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার পরে লগ ইন করে আপনার এন আই ডি কার্ডের সংশোধন করতে পারবেন।
ভোটার আইডি কার্ড সংশোধন অনলাইন আবেদন করার জন্য য সকল নিয়ম অনুসরণ করতে হবে নিম্নে তা আলোচনা করা হলো।
প্রথমে আপনি উপরে উল্লেখিত লিংকে প্রবেশ করুন। এই লিংকে প্রবেশ করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
উপরের পেজে আপনি দুই টি অপশন দেখতে পাবেন । আপনি যদি জাতীয় পরিচয় পত্রের জন্য নতুন নিবন্ধন করতে চান তাহলে আপনাকে আবেদন করুন বাটন টি তে ক্লিক করতে হবে । যেহেতু আমরা অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করতে চাচ্ছি সেহেতু অবশ্যই আমাদের এন আই ডি বা জাতীয় পরিচয় পত্র রয়েছে ।
আর তাই আমরা অনলাইনে এনআইডি কার্ড সংশোধন করার জন্য প্রথম অপশন এ অর্থাৎ রেজিষ্টার করুন বাটনে ক্লিক করুন । ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন ।
একাউন্ট রেজিষ্টার পেজে আপনি একটি ফর্ম দেখতে পাবেন । এই ফর্মে আপনার এন আই ডি বা জাতীয় পরিচয় পত্রের নাম্বার সঠিকভাবে বসাতে হবে । এর পরে আপনার জন্ম তারিখ এবং পরের বক্সে ছবি তে প্রদর্শিত অস্পষ্ট কোড টি বসাতে হবে ।
এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন । ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন ।
এই পেজে আপনি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রদান করবেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রদান করার পরে আপনি পরবর্তী বাটনে ক্লিক করুন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পজে আপনি আপনার মোবাইল নম্বর প্রদান করুন এবং বার্তা পাঠান বাটন টি তে ক্লিক করুন। বার্তা পাঠান বাটনে ক্লিক করার পরে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি ভেরিফিকেশন মেসেজ প্রবেশ করবে।
ওটিপি ভেরিফিকেশন নম্বরটি প্রদান করে বহাল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে ব্রাউজ করে থাকেন তাহলে এই পেজে একটি QR স্ক্যান বার দেখতে পাবেন।
আর যদি আপনি মোবাইল দিয়ে ব্রাউজ করে থাকেন তাহলে QR স্ক্যান বার দেখতে পাবেন না। মোবাইলে ব্রাউজ করলে আপনাকে NID wallet মোবাইল অ্যাপ এ প্রবেশের লিংক থাকবে।
মোবাইল অথবা কম্পিউটার যেটাই ব্যবহার করুন আপনাকে NID wallet অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
NID wallet একটি ওপেন করার পরে আপনি একটি ইন্টারফেস দেখবেন যেখানে আপনার ফেস স্ক্যান করার অপশন থাকবে। আপনার ফেসটি সামনে ডানে এবং বামে স্ক্যান করতে হবে।
যদি আপনি কম্পিউটার ব্লাউজ করে থাকেন তাহলে আপনার মোবাইলে NID wallet অ্যাপ এ প্রবেশ করার পরে ক্যামেরা ওপেন হবে। আপনার মোবাইলের এই ক্যামেরা দিয়ে কম্পিউটার স্ক্রিনের QR স্ক্যান বার এ স্ক্যান করতে হবে। তারপর আপনি ফেস স্ক্যান অপশন টি দেখতে পাবেন।
ফেস স্ক্যান শেষে আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার অটোমেটিক Reload হয়ে পরবর্তী পেজে প্রবেশ করবে।
পরবর্তী পেইজে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে আপনি দুটি বাটন দেখতে পাবেন। একটি হলো এড়িয়ে যান অপরটি সেট পাসওয়ার্ড বাটন। আপনি চাইলে এড়িয়ে যান বাটনটি ক্লিক করে আপনার এনআইডির তথ্য দেখতে পারবেন। কিন্তু পরবর্তীতে আপনি আপনার এন আইডির যেকোনো তথ্য দেখতে বা সংশোধন করতে হলে আপনাকে এতক্ষণ পর্যন্ত যে সকল কার্যক্রম সম্পন্ন করে এই পেজ পর্যন্ত এসেছেন সেটা উনারাই করতে হবে।
তাই এই পেজেই আপনাকে পরামর্শ দেওয়া হয়েছে আপনি পাসওয়ার্ড দ্বারা আপনার প্রোফাইলটি সুরক্ষিত করুন। আপনি আপনার প্রোফাইলটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করলে পরবর্তীতে লগইন করার মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত সেবাটি পেতে পারেন।
আর যদি আপনি কোন কারনে পাসওয়ার্ড ভুলে যান তাহলে পাসওয়ার্ডটি পুনরায় সেট করে আপনার প্রোফাইলটি পুনরায় ফিরে পেতে পারেন।
তাই আমরা সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করার পরে আপনি বতি পেজে প্রবেশ করবেন সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে।
ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করার পরে সাবমিট বাটনে ক্লিক করুন। এরই মাধ্যমে আপনার প্রোফাইলটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা হলো।
এন আই ডি কার্ড সংশোধন nid songsodon এর মূল প্রক্রীয়া
এন আই ডি কাড সংশোধন এর জন্য আপনি বাংলাদেশ এন আই ডি সিস্টেম ওয়েবসাইটে প্রবেশ করে লগ ইন করুন। লগ ইন করার জন্য আপনি আপনার প্রোফাইলে পাসওয়ার্ড সেট করে সুরক্ষিত করার সময় যে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি দিয়ে লগইন করতে হবে।
লগ ইন করার পরে আপনি সরাসরি আপনার প্রোফাইলে প্রবেশ করবেন যা এমনটা দেখাবে।
এই পেজে আপনি আপনার এন আইডি কার্ডের বেসিক কিছু তথ্য দেখতে পাবেন।
এই পেজের ডানে কিছু অপশন দেখতে পাবেন।
আপনার এন আইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য ডান পাশের মেনু থেকে প্রোফাইল মেনুতে ক্লিক করুন। প্রোফাইল নেমতে ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে আপনি আপনার ব্যক্তিগত তথ্য, পিতার তথ্য, মাতার তথ্য এবং স্বামী বা স্ত্রীর তথ্য দেখতে পাবেন এবং সংশোধন করতে পারবেন।
এই পেজে উল্লেখিত যেকোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে হলে আপনাকে পেইজের উপরের দিকে ডানে এডিট বাটনে ক্লিক করুন। এডিট বাটনে ক্লিক করার পরে আপনি একটি পপ আপ পেজ দেখতে পাবেন।
যেখানে আপনাকে একটি লিংক দেওয়া হবে যার মাধ্যমে এনআইডি সংক্রান্ত বিভিন্ন ফিস সম্পর্কে এবং কিভাবে ফি প্রদান করবেন সে সম্পর্কে জানতে পারবেন।
এরপর আপনি পপ আপ পেজ এ বহাল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে নিজের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে আপনি দেখবেন আপনার জাতীয় পরিচয় পত্রের প্রতিটি তথ্যের পাশে একটি সেক বক্স রয়েছে।
আপনি যে তথ্যটি পরিবর্তন বা সংশোধন করতে চান তার পাশের চেক বক্সটি চেক করুন এবং যা পরিবর্তন বা সংশোধন করতে চান তা পরিবর্তন বা সংশোধন করুন।
আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন করার পরে পরবর্তী বাটনে ক্লিক করুন।
পরবর্তী ক্লিক করার পরে নিচের ছবির মত দেখতে পারবেন যেখানে আপনি কি কি সংশোধন করেছেন তা একটি শর্ট লিস্ট দেখানো হবে।
তারপর আপনি পরবর্তী বাটন ক্লিক করুন অথবা বাতিল করতে চাইলে বাতিল করতে পারেন এবং পিছনে ফেরত আসতে চাইলে পিছনে বাটনে ক্লিক করুন।
পরবর্তীতে ক্লিক করার পরে নিজের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনি যে পরিমাণ টাকা ফি হিসেবে প্রদান করেছেন তা দেখানো হবে।
এরপর আপনি এই পেজে পরবর্তী বাটনে ক্লিক করুন।
n i d card সংশোধন বা nid সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম জানুন
আমরা আগেই জেনেছি আপনি কিভাবে আপনার সংশোধন ফি সম্পর্কে জানবেন । এখন আমরা জানব কিভাবে বিকাশের মাধ্যমে nid সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম সম্পর্কে । প্রথমে আপনি আপনার মোবাইলের বিকাশ ওপেন করুন । বিকাশ এ লগ ইন করার পরে নিচের বর্নিত ধাপ গুলো অনুসরণ করুন ।
১। প্রথম ধাপে আপনি বিকাশ এর পে বিল অপশনে যান ।
২। দ্বিতীয় ধাপে সরকারি ফি অপশনে ক্লিক করুন এবং NID Service অপশনটি বাছাই করুন।
৩। তৃতীয় ধাপে আপনার আইডি নম্বরটি ইংরেজিতে লিখুন
৪। ৪র্থ ধাপে আপনার আইডি নম্বরটি ইংরেজিতে লিখুন
এরপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করুন। ফি পরিশোধ করা হলে আপনি জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আবার ফিরে যান । উল্লেখ্য আপনি যে টাকা প্রমেন্ট করেছেন তা আপনি আপনার প্রফাইলে দেখতে পাবেন ।
এরপর আপনি এই পেজের পরবর্তি বাটনে ক্লিক করুন এবং প্রমাণপত্রসমূহ আপলোড করুন যা ইতিপূর্বে আপনি স্ক্যান বা ছবি তুলে আপনার ফাইলে রেখেছেন । ডকুমেন্ট আপলোড করার পরে আপনার আবেদনটি সাবমিট করুন।
কিভাবে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম ডাউনলোড করা যায় ?
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম ডাউনলোড করতে হলে আপনাকে আপনার প্রফাইলের মেইন পেজ এ ফিরে যেতে হবে ।
এখানে আপনি ডাওনলোড অপশনে প্রবেশ করুন । এখানে আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম পিডিএফ আকারে পেয়ে যাবেন । যা ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন।
জাতীয় পরিচয়পত্রের অন্যান্য তথ্য সংশোধন কোথায় করব ?
আপনি জাতীয় পরিচয়পত্রের অন্যান্য তথ্য সংশোধন এর মধ্যে পাবেন শিক্ষাগত যোগ্যতা, পেশা, মোবাইল নম্বর, ধর্ম, ঠিকানা ইত্যাদি। যা আপনি আপনার প্রফাইলের অন্যান্ন তথ্য অপশনে পেয়ে যাবেন ।
স্মার্ট কার্ড কিভাবে সংশোধন করা যায় ?
সাধারণ জাতীয় পরিচয় পত্রের মত স্মার্ট কার্ড সংশোধন করা যায় । এর জন্য ও আপনাকে বাংলাদেশ এন আই ডি সিস্টেম ওয়েবসাইটে রেজষ্টার করতে হবে এবং লগ ইন করে প্রফাইলে প্রবেশ করে ফি পরিশোধ করে স্মার্ট কার্ড সংশোধন করতে পারবেন ।
ভোটার আইডি কার্ড সংশোধন ফরম pdf যেভাবে পাবেন?
ভোটার আইডি কার্ড সংশোধন ফরম pdf লিখে গুগলে সার্স করলে সর্বপ্রথম যে লিংক পাবেন তাতে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম pdf পাবেন বা সরাসরি এই লিংকে ক্লিক করুন।
nid সংশোধন আবেদন বাতিল ফরম pdf পাওয়া যায় কি?
nid সংশোধন আবেদন বাতিল ফরম pdf ফাইলের কোন প্রয়োজন নেই। আপনি আপনার nid সংশোধন আবেদন বাতিল করার জন্য সংস্লিষ্ট উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা বরাবর আবেদন লিখে দিলেই হবে।
আবেদন টি আপনি হাতে অথবা টাইপ করে উভয় প্রকারে দিতে পারেন।
ভোটার আইডি কার্ড সংশোধন ফরম ২ এখানে দেখুন
ভোটার আইডি কার্ড সংশোধন ফরম ২pdf পেতে এখানে ক্লিক করুন।
শেষ কথা
বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করা হয়েছে কিভাবে আপনারা কিভাবে অনলাইনে এনআইডি কার্ড সংশোধন বা এন আই ডি কার্ড সংশোধন (nid songsodhon) করবেন সে সম্পর্কে ।
আমার এই আলোচনার মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ।
যার ফলে আমি সহ সকল বন্ধুরা উপকৃত হবো। উল্লেখ্য আপনি যদি অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে অনলাইনে ভোটার আবেদন করার নিয়ম পোষ্ট টি পড়তে পারেন।
এবং নতুন ভোটার তালিকা দেখতে চাইলে ছবিসহ নতুন ভোটার তালিকা দেখার উপায় পড়ুন এবং ডাউওনলোড pdf পোষ্ট টি দেখতে পারেন।