মৌজা ম্যাপ download বা জমির নকশা pdf আকারে যে প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় তা আমরা অনেকেই জানি না।
মৌজা ম্যাপ জমি জায়গার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ম্যাপ। যা আপনার জমি সঠিক পরিমাপ করতে অনেকাংশেই এটার উপর নির্ভর করে।
এই মৌজা ম্যাপ পাওয়া অতীতে একটি কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে ইন্টারনেট এর কল্যাণে জমির মৌজা ম্যাপ অনুসন্ধান করা খুবই সহজ একটি উপায়।
আজকের এই আর্টিকেলটি আপনি পড়লে জানতে পারবেন মৌজা কিভাবে বের করব সে সম্পর্কে।
এ ছাড়া আপনি যদি অনলাইনে জমির রেকর্ড যাচাই করতে চান বা জমির রেকর্ড কত বছর পর পর হয় তা জানতে চান তা হলে আমাদের অনলাইনে জমির রেকর্ড যাচাই বাংলাদেশ বা জমির রেকর্ড কত বছর পর পর হয় জানুন এই পোষ্ট টি পড়তে পারেন ।
মৌজা অর্থ কি
আমরা অনেকেই জানি প্রশাসনিক কাজে সুবিধার জন্য বাংলাদেশকে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছে।
যার ফলে সরকার যেমন প্রতিটি অঞ্চলের আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে ঠিক তেমনি জনগণ কে সরকারি সুযোগ-সুবিধা সঠিক ভাবে প্রদান করতে পারে।
যার ফলে সরকার রাজস্ব আদায় সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে প্রতিটি ইউনিয়ন কে ওয়ার্ড দ্বরা বিভক্ত করেছেনে।
মৌজা হল শুধুমাত্র রাজস্ব আদায়ের সুবিধার্থে বাংলাদেশের প্রতিটি জমিকে বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামভিত্তিক বন্টনের ক্ষুদ্রতম একক এর নাম।
এখনো আমরা অনেকেই গ্রামের অন্য নাম মৌজা হিসেবে জানি। একটি মৌজার ভিতরে জমিগুলো দাগ নাম্বার দিয়ে বন্টন করা হয়ে থাকে।
এই দাগ নম্বর অনুযায়ী জমির রেজিস্ট্রি, মালিকের নাম ,জমির পরিমাণ ইত্যাদি হিসাব করা হয়। সুতরাং মৌজা নকশা এমনই একটি গুরুত্বপূর্ণ জিনিস যা জমি জায়গার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করে থাকে।
মৌজা ম্যাপ download বা জমির নকশা pdf পাওয়ার প্রক্রিয়া
অনলাইনে মৌজা ম্যাপ দেখা অনেক সহজ একটি বিষয় , যার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ এই লিংকে ভিজিট করুন।
ভিজিট করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই সাইটে যে অপশন গুলো দেখা যাচ্ছে তার মধ্যে মৌজা ম্যাপ অপশনটিতে ক্লিক করুন। নিচে খতিয়ানের মতো দেখতে একটি ফরম দেখতে পাবেন।
এখানে বিভাগ কলামে বিভাগ সিলেক্ট করুন জেলা কলামে জেলা সিলেক্ট করুন উপজেলা কলামে উপজেলা সিলেক্ট সার্ভে টাইপ কলামে কি ধরনের সার্ভে তা সিলেক্ট করুন , তবে মনে রাখা ভালো সর্বশেষ সার্ভে হল আর এস এজন্য আপনি আর এস সিলেক্ট করবেন এবং মৌজা কলামে মৌজা সিলেক্ট করুন।
এখন আপনি সিট নম্বর কলামে এক অথবা দুই অথবা তিন এরকম সিট দেখতে পাবেন। এখন সিট নাম্বার কলমে যেকোনো একটি সিট নম্বরে ডাবল ক্লিক করুন। এখন আপনাকে যে পেজে নিয়ে যাওয়া হবে সেখানে আপনার কাঙ্খিত মৌজা ম্যাপ এর একটি ছবি দেখতে পাবেন।
মৌজা ম্যাপ পিডিএফ বা মৌজা ম্যাপ পিডিএফ ডাউনলোড বাংলাদেশ
আপনি চাইলে এই মৌজা ম্যাপ পিডিএফ আকারে পেতে পারেন । এছাড়াও মৌজার ছবির উপরে কম্পিউটারের মাউস রেখে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করতে পারেন।
তবে জেনে রাখবেন এই ছবিটি বা এই মৌজার ম্যাপ টি অস্পষ্ট এটি দিয়ে আপনার কাঙ্খিত কাজ হবে না। সেক্ষেত্রে আপনাকে মৌজা ম্যাপ এর একটি সার্টিফাইড কপি বা হার্ডকপি নিতে হবে।
অনলাইনে মৌজা ম্যাপ এর হার্ডকপি বা সার্টিফাইড কপি নিতে হলে মৌজা ম্যাপ এর জন্য আবেদন করতে হবে । মৌজা ম্যাপ এর সার্টিফাইড কপি পেতে আবেদন করার জন্য ছবির নিচে আবেদন করুন বাটনটিতে ক্লিক করুন।
আবেদন করুন বাটন টি তে ক্লিক করলে উপরের ছবির মত একটি পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে।
উপজেলা সমূহের মৌজা ম্যাপের তালিকা কিভাবে বের করবেন
উপজেলা সমূহের মৌজা ম্যাপের তালিকা কিভাবে বের করতে পারবেন তা এই পর্যায়ে আলোচনা করা হচ্ছে । এক্ষেত্রে আপনি সরাসরি মৌজা ম্যাপ download টি তে প্রবেশ করুন।
ওয়েবসাইটের নিচের দিকে মাঝ বরাবর একটি আবেদন ফর্ম দেখতে পাবেন। প্রথমে বিভাগ নির্বাচন করুন তারপর জেলা নির্বাচন করুন ম্যাপ টাইপ যেমন(আর এস , বি এসে,সি এস, বি আর এস,এস এ, পেটি ও দিয়ারা) তবে সর্বশেষ ছাড়বে আর এস সিলেক্ট করতে পারেন । এরপর উপজেলা / সার্কেল নির্বাচন করুন ।
আপনার কাঙ্খিত জমির মৌজার নাম এবং সর্বশেষ সিট নম্বর নির্বাচন করুন। এই সিট নম্বর ১,২ অথবা ৩ ও হতে পারে , কারণ যদি মৌজা অনেক বড় হয় তাহলে সিট নম্বর ও বাড়তে পারে।
আপনি চাইলে সিট নম্বর না দিয়ে দাগ নম্বর অনুযায়ী মৌজা ম্যাপ বের করতে পারেন। এজন্য এখানে সিট নম্বর অথবা দাগ নম্বর যেকোনো একটি সিলেক্ট করতে হবে।
সর্বশেষ আপনি অনুসন্ধান করুন বাটনটিতে ক্লিক করুন। অনুসন্ধানের ফলাফল হিসেবে আপনি আপনার কাঙ্খিত মৌজার ম্যাপটি দেখতে পাবেন।
আপনি চাইলে ম্যাপের ছবি ডাউনলোড করতে কপি ইমেজ করতে পারেন। সেক্ষেত্রে ছবিটি ও অস্পষ্ট দেখাবে।
স্পষ্ট সার্টিফাইড কপি বা হার্ড কপির জন্য ছবিটির নিচে লেখা সার্টিফাইড কপি পেতে আবেদন করুন বাটনটিতে ক্লিক করুন।
মৌজা ম্যাপ তোলার নিয়ম আলোচনা করা হলো
প্রিয় পাঠক বন্ধুরা আমি আপনাদের মৌজা ম্যাপ অনুসন্ধান বা মৌজা কিভাবে বের করব সে বিষয়ে দুটি পদ্ধতির আলোচনা করেছি।
দুটি পদ্ধতিতে আপনি মৌজা ম্যাপ এর স্পষ্ট কপি বা হার্ড কপি অথবা সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করার উপায় পর্যন্ত আলোচনা করেছি।
মৌজা ম্যাপ তোলার নিয়ম অনুযায়ী আপনাকে সার্টিফাইড কপির জন্য আবেদন করুন বাটনটিতে ক্লিক ক্লিক করার পরে একটি আবেদন ফরম দেখাবে ।
ম্যাপ এর জন্য আবেদন ফরমটিতে উপজেলা / সার্কেল, মৌজা এবং সিট নম্বর পূর্বের ফর্ম অনুসারে দেওয়া থাকবে। আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দেওয়ার পরে যাচাই করুন বাটনটিতে ক্লিক করুন।
আপনার দেওয়া তথ্য সঠিক হলে সঠিক হয়েছে উল্লেখ করে একটি এলার্ট দিবে।
আপনার নাম ইংরেজিতে এবং ঠিকানা অটোমেটিক ভাবে পূরণ হয়ে যাবে। আপনি আপনার একটি ইমেইল এড্রেস ইমেইল বক্সে পূরণ করবেন ।
ডিফোল্ট ভাবে আবেদনের ধরন সার্টিফাইড কপি এবং সেবা প্রদানের পদ্ধতি ডাক যোগে , এবং সেবা প্রদানের স্থান দেশের অভ্যন্তরে সিলেক্ট করা থাকবে।
এবং নিচের দিকে ডান পাশে আপনার খরচের পরিমাণ বিস্তারিতভাবে লেখা থাকবে।
ফী পরিশোধের মাধ্যমে হিসেবে আপনি বিকাশ, নগদ ,রকেট, উপায় এবং একপে এগুলোর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করতে পারেন। সর্বশেষ আপনাকে দুইটি সংখ্যার যোগফল বসাতে হবে। সবশেষে আপনি পরবর্তী ধাপ (ফি পরিশোধ) বাটনটিতে ক্লিক করুন।
নোটঃ একটি মোবাইল নাম্বারে শুধু মাত্র একবার যাচায় করা যাবে ।
প্রেমেন্ট করবেন যেভাবে
আপনি যেকোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার পরে পরবর্তী পেজে পেমেন্টের জন্য একটি ফর্ম আসবে।
ধরুন আপনি বিকাশের মাধ্যমে করতে চান তাহলে নিচের ইন্টারফেস এর মত একটি পেজ আসবে ।এখানে আপনি আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং ওটিপি ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার নির্ধারিত টাকা পেমেন্ট করতে পারবেন।
ইউনিয়ন মৌজা তালিকা দেখার উপায় কি ?
ইউনিয়ন মৌজা তালিকা দেখতে এই ওয়েবসাইটে প্রবেশ করে মৌজা ম্যাপ অপশনে ক্লিক করুন। তারপর নির্ধারিত তথ্য প্রদান করে আপনি এখানে ইউনিয়ন মৌজা তালিকা দেখতে পারেন ।
এ জন্য আরও জানতে উপরে উল্লেখিত নিয়ম গুলো অনুসরণ করুন ।
ভূমি সেবা আর এস খতিয়ান মৌজা ম্যাপ কোথায় পাব ?
এই লিংক এ আপনি ভূমি সেবা আর এস খতিয়ান মৌজা ম্যাপ পেয়ে যাবেন । শুধু মাত্র সার্ভে টাইপ অপশনে আর এস সিলেক্ট করতে হবে ।
শেষ কথা
প্রিয় পাঠক বন্ধু এতক্ষণ যাবত আমার এই আর্টিকেলটি ধৈর্যসহ করে পড়ার জন্যঅনেক ধন্যবাদ। এই আর্টিকেলে আমি চেষ্টা করেছি খুব সহজে মৌজা কিভাবে বের করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার।
আমার এই আলোচনার ভেতরে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি ভুল হয়েছে তা যদি আপনি কমেন্টস এর মাধ্যমে আমাকে জানান তাহলে পরবর্তীতে অন্যান্য পাঠক বন্ধুদের এবং আমার নিজের অনেক উপকার হবে,ধন্যবাদ।