পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ বা অনলাইন পাসপোর্ট চেকিং

পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ বা অনলাইন পাসপোর্ট চেকিং সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে।

পাসপোর্ট আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তবে এটি শুধুমাত্র যারা যারা বিভিন্ন কারনে দেশের বাইরে যান তাদের জন্য প্রযোজ্য। 

বাংলাদেশ থেকে বিভিন্ন কারনে অনেকে বিদেশ গমন করেন। যারা বিদেশে গমন করেন তাদের সর্বপ্রথম একটি পাসপোর্ট তৈরি করতে হয়। 

আপনি যদি পাসপোর্ট তৈরি করার জন্য আবেদন করে থাকেন তা হলে আবেদনের পর আপনার পাসপোর্ট এর কি অবস্থা তা দেখার প্রয়োজন হতে পারে। 

আমরা অনেকেই আমাদের পাসপোর্ট এর আবেদন বিভিন্ন মাধ্যমে করে থাকি। তবে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আমাদের না জানার কারনে অনেক সময় বিভিন্ন ভাবে প্রতারিত হতে হয়। 

আজ আমি আপনাদের জন্য এই আর্টিকেলে কিভাবে পাসপোর্ট তৈরি করার জন্য আবেদন করার পর পাসপোর্ট এর কি অবস্থা বা পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ passport checking status  দেখবেন তা  সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

আরও দেখুন-

জন্ম নিবন্ধন আবেদন চেক বা জন্ম নিবন্ধন আবেদন পত্রের অবস্থা যাচাই করুন।

ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে বা ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ফরম অনলাইন এ কিভাবে পাবেন

কিভাবে পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ বা passport checking status দেখবেন? 

পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ বা  passport checking status দেখা অনেক সহজ একটি প্রক্রিয়া। আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোন ব্রাউজারে প্রবেশ করে বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল এই লিংকে প্রবেশ করুন অথবা পাসপোর্ট লিখে সার্স করুন। সবার উপরে যে লিংক পাবেন তাতে ক্লিক করুন। 

পাসপোর্ট চেক স্টেটাস বা বাংলাদেশ পাসপোর্ট চেক বই পাসপোর্ট নম্বর

পাসপোর্ট চেক স্টেটাস দেখার জন্য প্রথমে বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল এই লিংকে ভিজিট করুন । ভিজিট করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। 

পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ

ছবিতে দেখানো পেজে আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন। উক্ত অপশন গুলোর মধ্যে CHECK STATUS  অপশনে ক্লিক করুন। আপনি চাইলে অপশন গুলোকে বাংলাতে দেখতে পারেন। 

আপনি যদি বাংলাতে দেখেন তাহলে আবেদন পত্রের স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। 

passport checking status

এই পেজে Check application status নামে একটি ফরম দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার পাসপোর্ট সম্পর্কিত কয়েকটি তথ্য প্রদান করতে হবে। 

পাসপোর্ট চেকিং অনলাইন বা অনলাইনে পাসপোর্ট চেক করতে যা লাগে

পাসপোর্ট চেকিং অনলাইন এ করতে হলে আপনার পাসপোর্ট সম্পর্কিত কয়েকটি তথ্য প্রয়োজন হবে যেমন- 

Application ID 

পাসপোর্ট এর আবেদন করার পর পাসপোর্ট অফিস থেকে যে ডেলিভারি স্লিপ দেওয়া হয় তাতে উপরের দিকে একটি নম্বর থাকে যেমন  4000-123000009. এই নম্বর কে Application ID বলা হয়। এই Application ID পাসপোর্ট চেকিং অনলাইন এ করতে হলে আপনার প্রয়োজন হবে। 

Online Registration ID বা OID 

অনলাইনে পাসপোর্ট এর আবেদন করার সময় Application কপিতে একটি নম্বর থাকে যেমন OID12305001234. এই নম্বর কে Online Registration ID বা OID বলা হয়। এই Online Registration ID বা OID পাসপোর্ট চেকিং অনলাইন এ করতে হলে আপনার প্রয়োজন হবে। 

এছাড়া আরও প্রয়োজন হবে জন্ম তারিখ 

পাসপোর্ট হয়েছে কিনা চেক বা কিভাবে পাসপোর্ট চেক করব

কিভাবে পাসপোর্ট চেক করব তার কিছুটা উপরে আলোচনা করা হয়েছে। এ পর্যায়ে কিভাবে পাসপোর্ট চেক করব তা বিস্তারিত ভাবে আলোচোনা করা হলো।  

পাসপোর্ট চেক করার জন্য প্রথমে বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল এই লিংকে ভিজিট করার পর যে পেজ আসবে তাতে যে অপশন গুলো পাবেন তা থেকে CHECK STATUS বা আবেদন পত্রের স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করলে একটি ফরম পাবেন। 

এখানে আপনাকে Application ID এবং Online Registration ID বা OID সঠিক ভাবে বসাতে হবে। উল্লেখ্য , আপনাকে এখানে এই দুইটির যেকোন একটি বসাতে হবে। 

আপনি যদি Application ID দিয়ে থাকেন তা হলে সয়ংক্রিয় ভাবে দ্বিতীয় বক্সে পূরুন হয়ে যাবে। এমন কি Online Registration ID বা OID নম্বর বসিয়ে থাকলে সয়ংক্রিয় ভাবে দ্বিতীয় বক্সে পূরুন হয়ে যাবে। 

এরপর Select date of birth বক্সে জন্ম তারিখ দিতে হবে। এর জন্য আপনাকে এই বক্সে ক্লিক করলে একটি ক্যালেন্ডার আসবে। এখান থেকে জন্ম তারিখ মিলিয়ে বসাতে হবে। 

সর্বশেষ আপনাকে I am human লেখা বক্সে ক্লিক করে চেক করে দিতে হবে। এরপর CHECK বাটনে ক্লিক করুন। 

বিডি পাসপোর্ট চেক স্ট্যাটাস দেখুন

আপনি যখন পাসপোর্ট চেক করার সমস্ত প্রক্রিয়াটি সম্পুর্ন করবেন পরর্বতী পেজে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হবে।  

যেমন, আপনি যদি আপনার পাসপোর্ট এর আবেদন করার পর পর স্ট্যাটাস চেক করতে যান তা হলে আপনাকে Submitted লেখা দেখাবে।  

আবার যদি Enrolment process দেখায় তা হলে বুঝতে হবে আপনার পাসপোর্ট আবেদন সংক্রান্ত সকল কার্যক্রম শেষ হয়েছে এবং পাসপোর্ট তৈরির কাজ চলমান। 

এর পরের স্টাটাস হলো Sb police clearance. তার মানে আপনার পাসপোর্ট এর জন্য পুলিশের স্পেশাল ব্রান্স কর্তৃক ভেরিফিকেশন এর কার্যক্রম চলমান। 

পুলিশ ভেরিফিকেশন শেষ হলে তাদের রিপোর্ট যদি ভালো হয় তা হলে আপনার পাসপোর্ট স্ট্যাটাস পরিবর্তন হয়ে Pending final Approval দেখাবে। তার মানে আপনার পাসপোর্ট টি পাসপোর্ট অফিস কর্মকর্তা কর্তৃক অনুমোদন এর অপেক্ষায় আছে।  

এরপর আপনার পাসপোর্ট পাসপোর্ট অফিস কর্মকর্তা কর্তৃক অনুমোদন হয়ে গেলে স্টাটাস দেখাবে Approved. 

পরবর্তী status হলো Pending in print queue. আর মানে আপনার পাসপোর্ট টি এখন প্রিন্ট এর জন্য অপেক্ষায় আছে।  

পরবর্তী status হলো Passport shipped. অর্থাৎ পাসপোর্ট আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয়েছে। 

এর পরের Status হলো Passport issued অর্থাৎ আপনি আপনার পাসপোর্ট টি সংগ্রহ করেছেন। 

এছাড়াও আপনার আরও দুটি Status সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন যেমন Pending backbend verification  মানে আপনার প্রদানকৃত তথ্যের সাথে কাগজ পত্র মিলিয়ে দেখা হচ্ছে।  

আরেকটি Status হলো Rework. এক্ষেত্রে আপনাকে আপনার আবেদনের ভুল সংশোধন বা কাগজ পত্র ঠিক করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। 

এ পাসপোর্ট অনলাইন চেক

এ পাসপোর্ট অনলাইন চেক অর্থাৎ আপনি আপনার পাসপোর্ট অনলাইনে চেক করতে চাইলে বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল এই লিংকে প্রবেশ করে Online Registration ID/Application ID এবং জন্ম তারিখ এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে পারবেন।

পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন চেক

পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন চেক করতে আপনার পাসপোর্টের ভিতরের পাতায় থাকা জন্ম নিবন্ধন নম্বর বা ব্যক্তিগত নম্বর টি প্রয়োজন হবে।

জন্ম ও মৃত্য নিবন্ধন এই সাইটে প্রবেশ করে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর বা পাসপোর্ট এর ব্যক্তিগত নম্বর এবং জন্ম তারিখ ও ক্যাপচা পুরুন করে Search বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনার জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি দেখতে পাবেন। আরও জানতে ভিজিট করুন জন্ম নিবন্ধন আবেদন চেক বা জন্ম নিবন্ধন আবেদন পত্রের অবস্থা যাচাই করুন।

আইডি কার্ড দিয়ে পাসপোর্ট চেক বা nid দিয়ে পাসপোর্ট চেক করা যায় কি? 

শুধু মাত্র আইডি কার্ড বা nid দিয়ে আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন না। তবে এটি পাসপোর্ট আবেদন করার সময় প্রয়োজন হবে। 

অনলাইন পাসপোর্ট চেকিং কিভাবে করবেন? 

 
অনলাইন পাসপোর্ট চেকিং করার জন্য বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । এরপর CHECK STATUS বা আবেদন পত্রের স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করে Application ID অথবা Online Registration ID বা OID এবং জন্ম তারিখ প্রদানের মাধ্যমে অনলাইন পাসপোর্ট চেকিং করতে পারবেন। 

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট চেক করা যায় কি?

না, শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন না। 

আমার পাসপোর্ট অনলাইনে দেখতে চাই

আপনার পাসপোর্ট অনলাইনে দেখতে চাইলে ভিজিট করুন বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল এই লিংকে। এখানে আপনি আপনার পাসপোর্ট এর Online Registration ID/Application ID এবং জন্ম তারিখ দিয়ে আপনি আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস দেখতে পারবেন।

শেষ কথা  

এতক্ষণ আলোচনা করা হয়েছে পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ passport checking স্ট্যাটাস সম্পর্কে। আশা করি সকলে এই বিষয় টি ভালো ভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ যে আলোচনা করা হয়েছে তার মধ্যে যদি কোন প্রকার ভূল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।  

Leave a Comment