জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন কিভাবে করতে হবে হবে তা আমারা অনেকে জানি না। প্রকৃতপক্ষে জন্ম নিবন্ধন ডিজিটাল করার আবেদন করা অনেক সহজ। এখন আসুন জেনে নেওয়া যাক ডিজিটাল জন্ম নিবন্ধন আসলে কি?
আমরা ইতিপূর্বে যে সকল জন্ম নিবন্ধন সনদ পেযেছি তা হাতে লেখা একটি ফরমের মত দেখতে ছিলো। এবং তাতে শুধু মাত্র বাংলাতে সবকিছু লেখা ছিলো।
বর্তমানে বাংলাদেশে সর্বত্র ইন্টারনেট এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে নাগরিক সেবা খাতে অনেক কিছুই ডিজিটালাইজেশন করা হচ্ছে।
এরই লক্ষে জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল বা অনলাইনে আবেদন করা হচ্ছে। যার ফলে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ডাটাবেজে সংরক্ষিত থাকে।
বর্তমানে যে সকল জন্ম নিবন্ধন আবেদন করা হচ্ছে তাতে ইংরেজিতে তথ্য প্রবেশ করানো হচ্ছে। যার ফলে এই ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে এন আই ডি এবং পাসপোর্ট করতে সহজ হচ্ছে।
কিভাবে জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন করতে পারবেন।
আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন কেন আমাদের প্রত্যেকের জন্ম নিবন্ধন ডিজিটাল করা উচিত। জন্ম নিবন্ধন ডিজিটাল করা বর্তমান সময়ে অনেক জরুরি প্রয়োজন।
এই আর্টিকেলে জন্ম নিবন্ধিন ডিজিটাল করার আবেদন কিভাবে করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
জন্ম সনদ ডিজিটাল করার পদ্ধতি সম্পর্কে জানুন।
জন্ম সনদ ডিজিটাল করার পদ্ধতি অনেক সহজ। এ পর্যায়ে জন্ম সনদ ডিজিটাল করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। জন্ম সনদ ডিজিটাল করার জন্য প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন এই লিংকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
উক্ত পেজে উপরের দিকে যে অপশন গুলো দেখতে পাবেন তা থেকে জন্ম নিবন্ধন অপশন টির উপরে মাউস নিয়ে যান। মাউস হোবার বা জন্ম নিবন্ধন অপশনে মাউস রাখার পারে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন।
আপনি যদি মোবাইলে অপশন গুলো দেখতে চান তা হলে বেশ সমস্যা হবে। কারন মোবাইলে মাউস সংযোগ করা ছাড়া মাউস হোবার করার সুযোগ নেই । আর তাই জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করলে আপনাকে হোম পেজে রিডাইরেক্ট করে দেবে।
এই সমস্যার সমাধান হলো জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করে ধরে রাখতে হবে তার পর পপ আপ হয়ে একটি window আসবে। pop up window বাদে অন্য যে কোন খালি জায়গায় ক্লিক করুন। এভাবে আপনি অন্যান্য অপশন গুলো দেখতে পাবেন।
এই অপশন গুলো থেকে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজে আপনি কিছু নির্দেশনা দেখতে পাবেন। চাইলে আপনি এই নির্দেশনা পড়তে পারেন এতে আপনি পরর্বতী ধাপ গুলো সহজে বুঝতে পারবেন।
এই পেজে নিচের দিকে বক্সে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড সঠিকভাবে বসিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে।
অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে উক্ত পেজের নিচের দিকে জন্ম নিবন্ধনের তথ্য দেখাবে। এবং তার পাশে নিশ্চিত করুন বাটন দেখতে পাবেন।
এখন আপনাকে নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে একটি পপ আপ উইন্ডো দেখতে পাবেন। এখন আপনি কনফর্ম বাটনে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন ডিজিটাল করার আবেদন ফরম কিভাবে পাবেন।
জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য মুলত আমাদের জন্ম নিবন্ধন সনদে ইংরেজি তথ্য যুক্ত করতে হবে। উপরে জন্ম নিবন্ধন ডিজিটাল করার আবেদন ফরম বা জন্ম নিবন্ধন সংশোধন এর ফরম কিভাবে পাবেন তা আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য জন্ম নিবন্ধন সর্বোচ্চ ৭ বার সংশোধন করতে পারবেন। সর্ব প্রথম আপনি সংশোধিত তথ্য নির্বাচন কলামে বিষয় বাটনে ক্লিক করুন। এখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন।
আমরা যেহেতু আমাদের জন্ম নিবন্ধনে ইংরেজি নাম যুক্ত করব তাই নাম ইংরেজিতে অপশন সিলেক্ট করব। এর পর চাহিত সংশোধিত তথ্য অপশনে আবেদন কারীর নাম এবং সংশোধনের কারণ অপশনে ভূল লিপিবদ্ধ করা হয়েছিল অপশন সিলেক্ট করুন।
আপনি চাইলে আরও তথ্য সংযোজন করতে পারেন। তার জন্য আপনাকে আরও তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি পূর্বের ন্যায় কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পিতা,মাতার নাম ইংরেজি করার অপশন সহ বেশ কিছু অপশন দেখতে পাবেন।
এরপর আপনি আপনার জন্ম স্থানের ঠিকানা , স্থায়ী ঠিকানা , এবং বর্তমান ঠিকানা সঠিক ভাবে বসাবেন। উল্লেখ্য জন্ম স্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হবে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী।
এরপর আপনাকে সংযুক্তি অপশনে কিছু ছবি আপলোড করতে হবে। যার প্রতিটির সাইজ ১০০ কেবি এর বেশি হবে না। এজন্য আপনাকে ডকুমেন্টের ছবি তুলে সাইজ কম্প্রেস করে রাখতে হবে।
এরপর একেবারে নিচের দিকে আবেদন কারীর তথ্য অপশন দেখতে পাবেন। এখানে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক অপশনে যে আবেদন করছে তার সাথে যে সম্পর্ক তা উল্লেখ করতে হবে। এর পর মোবাইল নম্বর দিতে হবে।
উল্লেখ্য সম্পর্কের ক্ষেত্রে পিতা , মাতা এবং নিজ হলে শুধু মাত্র মোবাইল নম্বর প্রয়োজোন হবে। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ ইত্যাদি প্রয়োজোন হবে।
মোবাইল নম্বর দিয়ে ওটিপি পাঠান অপশনে ক্লিক করলে উক্ত মোবাইল নম্বরে ওটিপি নম্বর যাবে। উক্ত ওটিপি নম্বর বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
সাবমিট করার পরে আপনাকে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখাবে।
এই পেজে আপনি আপনার আবেদনের আই ডি নম্বর পাবেন। এখন আপনি এই পেজ টি প্রিন্ট দিয়ে রাখুন এবং আপনি আপনার সংস্লিষ্ট ইউনিয়ন পরিষদে এই প্রিন্ট কপি নিয়ে যোগাযোগ করুন।
এভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল বা ইংরেজী আকারে পাবেন।
পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার আবেদন কিভাবে করবেন?
পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার আবেদন মুলত কয়েকটি উপায়ে করা যায়। যেমন সরাসরি নিদিষ্টি ইউনিয়ন পরিষদে অথবা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে এবং অনলাইনে। অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের মাধ্যমে ইংরেজি তথ্য সংযোগ করা।
এবং জন্ম নিবন্ধনের পণঃমুদ্রন এর আবেদন করার মাধ্যমে। এভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করতে পারেন।
জন্ম নিবন্ধন ইংরেজি ডাউনলোড করবেন কিভাবে ?
জন্ম নিবন্ধন ইংরেজি ডাউনলোড করতে হলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ এর অনলাইন কপি কিভাবে পাবেন তা জনতে এই পোষ্ট টি পড়ুন।
জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন আবেদন কিভাবে করতে হয় ?
জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন আবেদন করার জন্যজন্ম ও মৃত্য নিবন্ধন এই লিংকে প্রবেশ করতে হবে। এরপর জন্ম নিবন্ধন অপশন থেকে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন অপশন এ ক্লিক করুন । ক্লিক করার পরে আপনি একটি ফরম দেখতে পাবেন।
ফরম টি পুরুন করার পরে আপনি পরবর্তি পেজে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন আবেদন ফরম পাবেন। উক্ত ফরম পুরুন করার পরে সাবমিট করলে পরবর্তি পেজে আই ডি নম্বর পাবেন।
এই আই ডি নম্বর নিয়ে নিদিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।
শেষ কথা
এতক্ষন আলোচনা করা হয়েছে কিভাবে জন্ম নিবন্ধন ডিজিটাল করার আবেদন করবেন সে সম্পর্কে। এখানে এ সম্পর্কে কয়েকটি উপায় আলোচনা করা হয়েছে।
তবে জন্ম নিবন্ধন ডিজিটাল করার আবেদন করার উত্তম উপায় হলো আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা।
এভাবে আপনি নিদিষ্ট পরিমান ফি পরিশোধ করার মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করতে পারবেন।
এতক্ষন যা আলোচনা করা হয়েছে তা সম্পর্কে যদি কারও কোন মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ধন্যবাদ।