গ্রামে বিজনেস আইডিয়া বা কিসের ব্যবসা করা যায় এ সম্পর্কে অনেকেই আমরা খুব কম ধারণা রাখি।
আপনি যদি কোন ব্যবসা শুরু করতে চান তাহলে সর্বপ্রথম উক্ত ব্যবসা সম্পর্কে আপনাকে খুব ভাল ভাবে জানতে হবে।
এক্ষেত্রে আপনি সে সকল ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন যারা ইতিমধ্যে উক্ত ব্যবসা করছে।
তাদের থেকে আপনি উক্ত ব্যবসার ভাল-মন্দ, সুবিধা,অসুবিধা ইত্যাদি জনে নিতে পারেন।
যে কোন ব্যবসা শুরু করার আগে আপনাকে উক্ত ব্যবসা সম্পর্কে বেশি বেশি তথ্য সংগ্রহ করতে হবে।
মনে রখবেন যে কোন বিষয়ে আপনি যত বেশি তথ্য সংগ্রহ করবেন উক্ত বিষয়ে তত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
গ্রামে ব্যবসা করতে হলে সর্বপ্রথম আপনাকে ভোক্তার কথা মাথায় রাখতে হবে। আপনার পন্যের গুনগত মান এবং চাহিদা ঠিক থাকলে ইনশাআল্লাহ আপনি ব্যবস্যায় সফল হতে পারবেন।
আরও দেখুন- ই ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করার নিয়ম
গ্রামে বিজনেস আইডিয়া বা গ্রামে ব্যবসার আইডিয়া কেমন হতে পারে ?
গ্রামে ব্যবসা বা বিজনেস করতে হলে সর্বপ্রথম আপনাকে খুজে বের করতে হবে কি কি ব্যবসা গ্রামে করা যায়।
এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার কাস্টমার বা গ্রাহক কার হবে এবং উক্ত প্রডাক্টের চাহিদা ও মার্কেট প্রতিযোগিতা কেমন।
আর সব থেকে বড় কথা আপনার উক্ত ব্যবসার প্রতি ভালো লাগা থাকতে হবে। তাহলে আশা করা যায় সততার সাথে উক্ত ব্যবসা করলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
গ্রামে ছোট ব্যবসার আইডিয়া বা গ্রামে কিসের ব্যবসা করা যায় জানুন।
গ্রামে ছোট ব্যবসার আইডিয়া বা গ্রামে কিসের ব্যবসা করা যায় এ সম্পর্কে জানতে চাইলে গুগলে অনেক ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পাবেন। তবে এই আর্টিকেলে গ্রামে ব্যবসা করা যায় এমন কয়েকটি ব্যবসার নাম আলোকপাত করা হল।
১। তেল উৎপাদন
২। ফিড তৈরি করে ব্যবসা
৩। গরুর খাবারের ব্যবসা
৪। জুতার ব্যবসা
৫। গার্মেন্টস পন্য বিক্রয়
৬। ইলেকট্রনিকস পন্যের ব্যবসা
এ পর্যায়ে গ্রামে বিজনেস আইডিয়া বা কিসের ব্যবসা করা যায় এমন বেশ কয়েক টি ব্যবসা আইডিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হচ্ছে।
তেলের ব্যবসা
বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে তেল উৎপাদন করে তেলের ব্যবসা করা একটি আন্যতম সহজ এবং লাভজনক ব্যবসা।
দেখুন, যে কোন ব্যবসা শুরু করতে হলে কিছুটা পুজি তো লাগবেই। তবে এই ব্যবসার জন্য আপনার খুভ বেশি পুজি লাগবে না।
সর্বপ্রথম আপনাকে তেল ভাংগানোর মেশিন কিনতে হবে। এর পর ভালো পজিশন মত একটি দোকান নিয়ে মেশিন সেট করতে হবে।
চাইলে আপনি সর্বপ্রথম একটি মেশিন নিতে পারেন যেটা দিয়ে সরিসার তেল তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন।
একটু খোজ খবর নিয়ে বিএস টি আই থেকে অনুমতি নিয়ে প্যকেজিং করে আপনার ব্যবসা বড় করতে পারেন।
এভাবে আপনি নারিকেল তেল উৎপাদন এবং বিপনণ করতে পারেন। তেলের পাশাপাশি সরিসার খৈল এবং নারিকেলের খৈল বাজারে বিক্রি করতে পারেন।
বর্তমানে সরিসার তেলের খৈল এবং নারিকেলের তেলের খৈল এর চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে।
এভাবে আপনি একজন সফল উদ্যোক্তা হিসাবে ব্যবসা করতে পারেন এবং পারিশ্রমিকের বিনিময়ে অন্যের সরিসা এবং নারিকেল ভাংগিয়ে দিতে পারেন।
কোন ব্যবসা শুরু করার আগে উক্ত ব্যবসা ইতিমধ্যে যারা করতেছে তাদের থেকে ভাল ভাবে জেনে বুঝে নিবেন।
তাহলে ব্যবসা শুরু করতে অনেক সহজ হবে।
ফিড তৈরি করে ব্যবসা
গ্রামের বাজারে ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে ফিড তৈরির ব্যবসার কথা না বললেই নয়। বর্তমানে লোকাল বাজারে মুরগির ফিডের প্রচুর চাহিদা রয়েছে।
গ্রাম্য পর্যায়ে ব্যাপক ভাবে মুরগির খামার গড়ে উঠছে । যার ফলে মুরগির খাবারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
ফিড তৈরি করার পূর্বে সর্বপ্রথম আপনি জেলা যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষন গ্রহন করতে পারেন অথবা ইতিমধ্যে যারা ফিড তৈরি করছে তাদের থেকে শিখে নিতে পারেন।
বাজারে পাওয়া যায় এমন সকল প্রকার ফিডের সাথে তাল মিলিয়ে ফিডের গুনগত মান ঠিক রেখে ফিড তৈরি করুন।
তুলনামূলক কম দামে আপনি সরাসরি খামারিদের মঝে আপনার তৈরি কৃত ফিড সরবরাহ করুন তাহলে আপনি আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন।
কীটনাশক ব্যবসার আইডিয়া
গ্রামে বিজনেস আইডিয়া বা গ্রামে ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে একটি অন্যতম ব্যবসা হতে পারে কীটনাশক ব্যবসা। প্রান্তিক পর্যায়ে কীটনাশকের চাহিদা অনেক এবং সকল সময় চলমান।
আর তাই এ ব্যবসা টি আপনি মোটামুটি একটি পুজি দিয়ে লাভজনক ভাবে করতে পারেন। তবে এ ব্যবসা শুরু করার পূর্বে আপনি একটি কোর্স করে নিতে পারেন।
গরুর খাবারের ব্যবসা
গ্রামে কি ব্যবসা করলে ভালো হয় অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খায়। গ্রামে বিজনেস আইডিয়া গুলোর মধ্যে অন্যতম একটি ব্যবসা হলো গরুর খাবারের ব্যবসা।
বর্তমানে প্রায় প্রতিটি গ্রামে ছোট খাট গরুর খামার গড়ে উঠেছে। কৃষি জমি দিন দিন কমে যাওয়ার গরু পালন শুখনা খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে।
এমতাবস্থায় গরুর শুখনা খাবার যেমন খৈল, ভূষি,ফিড ইত্যাদির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি চাইলে আপনার স্থানীয় বাজারে একটা দোকান ভাড়া নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন।
প্রথমে আপনি কোন ডিলারের সাথে যোগাযোগ করে ফিড,ভূষি কিনে রাখতে পারেন এবং স্থানীয় কোন মিলের সাথে যোগাযোগ করে খৈল কিনতে পারেন। এভাবে আপনি আপনি ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারেন।
জুতার ব্যবসা
গ্রামে বসে কি ব্যবসা করা যায় তা এই পেজে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। গ্রামে বসে যে সকল ব্যবসা করা যায় তার মধ্যে অন্যতম একটি ব্যবসা হলো জুতার ব্যবসা।
ঢাকার গুলিস্তান থেকে পাইকারি দরে জুতা কিনে নিয়ে আপনি গ্রামের বাজারে একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারেন।
এছাড়া গ্রামীণ বিভিন্ন হাটে বাজারে ভ্রাম্যমাণ দোকান দিয়ে জুতা বিক্রি করতে পারেন।
এক্ষেত্রে আপনি কম দামের বার্মিজ ও স্পঞ্জ এর জুতা কিনে বিক্রি করতে পারেন।
গ্রামে কি ব্যবসা করলে ভালো হয়?
বর্তমানে গ্রামে প্রায় সকল প্রকার দ্রব্য সামগ্রী পাওয়া যায়। তাই গ্রামের বাজার গুলোতে সকল প্রকার দ্রবের প্রতিযোগিতা রয়েছে। তাই গ্রামে কি ব্যবসা করলে ভালো হয় তা অনেকটা ভাবার বিষয়।
তবে আপনি যদি উৎপাদনমুখী কোন ব্যবসা শুরু করেন তা হলে ভালো লাভ করতে পারবেন।
যেমন তেল উৎপাদন,ফিড তৈরি করে ব্যবসা, মুরগির বাচ্চা উৎপাদন, মাছের পোনা উৎপাদন ইত্যাদি করতে পারেন।
গার্মেন্টস পন্য বিক্রয়
গ্রামে গার্মেন্টস পন্য বিক্রয় একটি লাভজনক ব্যবসা। তবে বাজারে প্রতিযোগিতার কথা মাথায় রাখতে হবে।
কোয়ালিটি ভালো হলে গ্রামে গার্মেন্টস পন্য বেশ ভালো লাভেই বিক্রি করতে পারবেন।
তবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে পন্য ক্রয় করার সময় পাইকারি দামে এবং ভালো কোয়ালিটি দেখে কিনতে হবে।
আরও দেখুন- পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করার নিয়ম
ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা
ইলেকট্রনিকস পন্যের ব্যবসা বর্তমানে একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসা আপনি গ্রামে বসেই করতে পারবেন।
ঢাকার নবাবপুর এবং কাপ্তান বাজার থেকে ইলেকট্রনিক্স পন্য পাইকারি দরে ক্রয় করে আপনার এলাকায় খুচরা বিক্রি করলে বেশ লাভবান হতে পারবেন।
গ্রামে বিজনেস আইডিয়া বা গ্রামে কি কি ব্যবসা করা যায়
গ্রামে যে সকল ব্যবসা করা যায় তার মধ্যে ৫ টি উল্লেখ করা হলো।
১। গরুর খাবারের ব্যাবসা।
২। কাপড়ের ব্যবসা।
৩। কসমেটিকস এর ব্যবসা।
৪। কীটনাশকের ব্যবসা।
৫। জুতার ব্যবসা।
গ্রামে বসে কি ব্যবসা করা যায়?
গ্রামে বসে যে সকল ব্যবসা করা যায় তার মধ্যে অন্যতম হলো স্টক ব্যবসা, ধান ও চালের ব্যবসা, জুতার ব্যবসা, কাপড়ের ব্যবসা, ফলের ব্যবসা ইত্যাদি।
বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া বাংলাদেশ
বাড়িতে বসে ছোট ব্যবসার মধ্যে উল্লেখযোগ্য হলো কাপড়ের ব্যবসা, সার ও কীটনাশক এর ব্যবসা, কসমেটিক্স এর ব্যবসা, মুরগির ব্যবসা ইত্যাদি।
শেষ কথা
গ্রামে বিজনেস আইডিয়া বা কিসের ব্যবসা করা যায় এ বিষয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যেকোন ব্যবসা শুরু করার আগে আপনাকে উক্ত ব্যবসার পন্যের উপযোগিতার কথা মাথায় রাখতে হবে।
আপনি আপনার স্থানীয় বাজার মনিটরিং এর মাধ্যমে এ সকল বিষয়ে জানতে পারবেন।
প্রথমে ছোট পরিসরে ব্যবসা শুরু করে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করে ধীরে ধীরে ব্যবসার পূজি বাড়াতে হবে। এভাবে আপনি আপনার ব্যবসা বড় করতে পারবেন।
আপনার নির্ধারিত ব্যবসা সম্পর্কে জানতে যারা ইতিমধ্যে উক্ত ব্যবসা করছে তাদের সাথে পরামর্শ করতে পারেন।