কুয়েত মেডিকেল রিপোর্ট চেক ও কুয়েত ভিসা বন্ধ না খোলা 2024 এই আর্টিকেলে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
প্রতিবছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অনেক মানুষ প্রবাসী হিসাবে গমন করে । বিশ্বের যে সকল দেশে বাংলাদেশের প্রবাসীদের চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম দেশ কুয়েত।
প্রবাসী হিসেবে কুয়েত যেতে হলে আপনাকে অবশ্যই ভিসা আবেদন করতে হবে। আর ভিসা প্রসেসিং এর অন্যতম প্রক্রীয়া হলো মেডিকেল রিপোর্ট।
আমরা জানি বিদেশগামী প্রত্যেক কে কোন নিদিষ্ট একটি এজেন্সির মাধ্যমে নিদিষ্ট দেশের ভিসার জন্য আবেদন করতে হয়।
আর এই এজেন্সির বরাতে নিদিষ্ট হাসপাতাল বা ডায়াগনষ্টিক সেন্টার থেকে মেডিকেল করতে হয়। বর্তমানে এই মেডিকেল রিপোর্ট আপনি অনলাইনে দেখতে পারবেন।
আমরা এই আর্টিকেলে কিভাবে অনলাইনের মাধ্যমে কুয়েত মেডিকেল রিপোর্ট চেক করতে হবে এবং কুয়েত ভিসা বন্ধ না খোলা 2024 তা সম্পর্কে জানব।
আরও দেখুন- ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ ও ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে জানুন।
কুয়েত মেডিকেল রিপোর্ট চেক যে ভাবে করবেন
বাংলাদেশ থেকে কুয়েত যেতে হলে মেডিকেল করা বাঞ্চনিয়। মেডিকেল করার পরে আপনাকে অপেক্ষা করতে হয় মেডিকেল রিপোর্ট এর জন্য।
কুয়েত মেডিকেল রিপোর্ট আপনি বর্তমানে খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে GAMCA মেডিকেল রিপোর্ট এই লিংকে ভিজিট করতে হবে।
উল্লেখ্য GAMCA( Gulf Cooperation Council ) মুলত মধ্যপ্রাচ্যের ৬ টি দেশ যেমন বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত একটি গ্রুপ। এ সকল দেশ গুলোর প্রবাসীদের মেডিকেল রিপোর্ট উক্ত ওয়েবসাইটে পাওয়া যায়। যা সংক্ষেপে GAMCA মেডিকেল চেক নামেও পরিচিত।
GAMCA মেডিকেল রিপোর্ট এই লিংকে ভিজিট করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।
কুয়েত মেডিকেল রিপোর্ট চেক করার জন্য উপরের ছবিতে নির্দেশিত বক্সে আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে Show Report বাটনে ক্লিক করুন। এভাবে আপনি আপনার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
এছাড়াও আপনি কুয়েত মেডিকেল রিপোর্ট চেক করার জন্য কুয়েত মেডিকেল রিপোর্ট চেক এই লিংকে ভিজিট করতে পারেন।
উক্ত লিংকে ভিজিট করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টাফেস দেখতে পারবেন।
এখান থেকে আপনি গামকা মেডিকেল রিপোর্ট চেক বাটনে ক্লিক করুন। উক্ত ক্লিক করার পরে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।
এই পেজটিতে যাওয়ার জন্য আপনি সরাসরি Wafid এই লিংকে ভিজিট করতে পারেন। এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার অথবা গামকা স্লিপ নম্বর দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য Wafid এই পেজে প্রবেশ করে Your Medical Examinations Results অপশনে By Passport Number অপশন চেক করুন। তারপর নিচের বক্সে আপনার পাসপোর্ট নাম্বার দেন।
এরপর Nationality অপশন থেকে আপনি কোন দেশের নাগরিক তা সিলেক্ট করুন। সর্বশেষ Check বাটনে ক্লিক করে জেনে নিন আপনার মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস বা আপনি মেডিকেল ফিট না কি আনফিট।
কুয়েত ভিসা বন্ধ না খোলা 2024
কুয়েত ভিসা বন্ধ না খোলা 2024 সম্পর্কে অনেকেই জানতে চান। বর্তমানে কুয়েতের সকল প্রকার ভিসা চালু রয়েছে । তবে পারিবারিক ভিজিট ভিসার ক্ষেত্রে কঠোর হয়েছে কুয়েত সরকার।
ইতিপূর্বে অনেক সময় দেখা গেছে পারিবারিক ভিসা নিয়ে কুয়েতে গমন করে ভিসা পরিবর্তন করা হতো। কিন্তু কুয়েত সরকার বর্তমানে এ সুযোগ টি বন্ধ রেখেছে।
পারিবারিক ভিসা পেতে প্রবাসী কে অবশ্যই প্রতি মাসে ৪০০ ডলারের অধিক ইনকাম থাকতে হবে।
আরও দেখুন- পাসপোর্ট চেক অনলাইন বাংলাদেশ বা অনলাইন পাসপোর্ট চেকিং
কুয়েত মেডিকেল চেকআপ
কুয়েত মেডিকেল চেকআপ বা কুয়েত যেতে কি কি মেডিকেল চেকআপ করে তা অনেক ক্ষেত্রে নির্ভর করে আপনি কোন ভিসা আবেদন করেছেন তার উপর।
আপনি যদি কোন কোম্পানীর ভিসার জন্য আবেদন করে থাকেন তা হলে নিম্নোক্ত পরিক্ষা গুলো করানো হবে।
১। শারিরিক যোগ্যতা – প্রথমত আপনি শারিরিক ভাবে সচল কি না তা দেখা হবে।
২। রক্তের পরিক্ষা – আপনার রক্তে এইচ আই ভি , এইচ বি এস এজি পজেটিভ নাকি নেগেটিভ, টিবি বা যক্ষা ইত্যদির জীবানু আছে কিনা তা চেক করা হবে।
৩। এক্স-রে – আপনার বুক এক্স-রে করা হবে এবং ই সি জি করে দেখা হবে হার্টের কোন সমস্যা আছে কি না ।
৪। টিকা – আপনি কি কি টিকা গ্রহন করেছেন তা চেক করা হবে । বিশেষ করে করোনা ভ্যকসিন গ্রহন করেছেন কিনা তা চেক করা হবে।
মেডিকেল রিপোর্ট আনফিট হলে করণীয়
আমরা ইতিমধ্যে জেনেছি বিদেশ যাওয়ার জন্য কি কি মেডিকেল টেষ্ট করানো হয়। উক্ত পরিক্ষা গুলোর মধ্যে কিছু সমস্যা রয়ছে যা চিকিৎসা করলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়।
তবে কিছু সমস্যা রয়েছে যা সুস্থ হওয়া দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। বিশেষ করে এইচ আই ভি পজেটিভ, হার্টের কোন সমস্যা হলে এবং এইচ বি এস এ জি পজেটিভ হলে আপনি বৈধ পথে বিদেশ যেতে পারবেন না।
এ সকল সমস্যা ব্যতিত অন্য কোন সমস্যা হলে চিকিৎসা করিয়ে সুস্থ হলে পুনারায় মেডিকেল করিয়ে বিদেশ গমনের ভিসা পেতে পারেন।
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল মেয়াদ কত?
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল মেয়াদ হল ৩ মাস। তিন মাস পর আপনাকে পুনারায় মেডিকেল করতে হবে।
সৌদি মেডিকেল রিপোর্ট চেক অনলাইন
সৌদি মেডিকেল রিপোর্ট চেক অনলাইন এ করার জন্য GAMCA মেডিকেল রিপোর্ট অথবা Wafid এই লিংকে প্রবেশ করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট কোথায় করা হয়?
প্রবাসী কন্যাণ মন্ত্রাণালয়ের অনুমদিত মেডিকেল সেন্টার গুলোতে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করানো হয়। যেমন-
Pulse Medical Centre Ltd.
Nova Medical Centre Ltd.
Fair Ways Medical Centre Ltd.
AI-Humayra Health Centre Ltd.
Noor Medical Service
Pulse Medical Centre Ltd.
শেষ কথা
কুয়েত মেডিকেল রিপোর্ট চেক কিভাবে করবেন এবং কুয়েত ভিসা বন্ধ না খোলা 2024 এ বিষয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এ ছাড়াও পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক,কুয়েত মেডিকেল চেকআপ এবং বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট কোথায় করা হয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এ সকল বিষয়ে কারো কোন প্রশ্ন থাকলে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন,ধন্যবাদ।