কারো নামে মামলা আছে কিনা জানার উপায় আপনি এই আর্টিকেলে জানতে পারবেন। কোন দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মামলা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
যে কেও আপনার সাথে গুরুতর অন্যায় করলে আপনি ন্যায়বিচার পাওয়ার জন্য উক্ত ব্যক্তির নামে মামলা করতে পারবেন।
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় দেখা যায় অনেকে মিথ্যা মামলায় শিকার হয়। অতএব কোন কারনে আপনি মামলা করুন বা মামলায় পড়ুন উভয়ই ক্ষেত্রে আপনাকে উক্ত মামলা সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর নিতে হবে।
ধরুন কেও আপনার নামে কোন মামলা করেছে। মামলাটি সম্পর্কে আপনি আগে থেকে কিছুই জানেন না। তখন দেখা যাবে উক্ত মামলার কারনে ওয়ারেন্ট ইস্যু হবে এবং হঠাৎ পুলিশ এসে আটক করে নিয়ে যাবে।
তখন আপনি জামিন পেতে চাইলে খুব সহজে জামিন পাবেন না। আর যদি আপনার মামলা সম্পর্কে আগে থেকে জানা থাকে তাহলে একজন উকিল ধরে খুব সহজে আপনি জামিন পেতে পারেন।
আর তাই এই আর্টিকেলে অনলাইনে মামলা দেখার নিয়ম সম্পর্কে ও কারো নামে মামলা আছে কিনা জানার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আরও দেখুন- ডিজিটাল রেকর্ড রুম থেকে সি এস খতিয়ান বের করার নিয়ম জানুন
অনলাইনে মামলা দেখার নিয়ম সম্পর্কে জানুন।
অনলাইনে মামলা দেখার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাতে দেখা যায় উক্ত মামলা সম্পর্কে বাদি বা বিবাদি উভয় কেই নির্ধারিত উকিল বা উকিলের পি এ দের নিকট বার বার যেতে হয়।
এতে করে অনেক সময় অর্থ এবং সময় উভয়ই ব্যয় হয়। এছাড়াও বিভিন্ন সমস্যার সমাধানের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।
তবে অনলাইনে মামলা দেখার প্রক্রিয়া এখোনও চলমান। তাই বাংলাদেশের সকল উপজেলার মামলায় তথ্য অনলাইনে আপলোড করা হয় নাই।
আশার কথা হচ্ছে যে সকল জেলা বা উপজেলার মামলার তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে তা আপনি খুব সহজে দেখতে পাবেন।
অনলাইনে মামলা চেক করার নিয়ম জানুন।
অনলাইনে মামলা দেখার নিয়ম বা অনলাইনে মামলা চেক করার নিয়ম অনেক সহজ। এ পর্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
অনলাইনে মামলা দেখার জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোন ব্রাউজারে গুগলের সার্চ বারে কজ লিস্ট লিখে সার্স করুন। সার্চের পরে প্রথম লিংকে ক্লিক করুন অথবা সরাসরি ই-কার্যতালিকা এই লিংকে ক্লিক করুন।
ক্লিক করার পরে আপনি নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এই পেজের উপরের ডান পাশে দুটি বাটন দেখতে পাবেন। অধস্তন আদালত বাটনে ক্লিক করলে তারিখ ভিত্তিক মামলার তথ্য দেখতে পাবেন। এবং মামলা অনুসন্ধান করুন বাটনে ক্লিক করলে মামলা নম্বর দিয়ে মামলায় তথ্য দেখতে পাবেন।
এখানে আপনাদের জন্য দুটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তারিখ ভিত্তিক মামলার তথ্য দেখার জন্য অধস্তন আদালত বাটনে ক্লিক করুন। এখন আপনি নিচের দিকের অপশন গুলো থেকে জেলা বিভাগ অপশন থেকে আপনার বিভাগ সিলেক্ট করুণ এহং জেলা অপশনে আপনার জেলা সিলেক্ট করুন। এরপর উপজেলা অপশনে উপজেলা সিলেক্ট করুন এবং অধস্তন আদালত নির্বাচন করুন অপশন থেকে সংশ্লিষ্ট আদালত নির্বাচন করুন।
এরপর মামলার তারিখ নির্বাচন করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে আপনি নির্ধারিত তারিখের সকল মামলার কার্যক্রম অর্থাৎ কি কার্যক্রম গ্রহন করা হয়েছে , মামলার পরর্বতী শুনানির তারিখ এবং সংক্ষিপ্ত আদেশ অর্থাৎ কি আদেশ দেওয়া হয়েছে তা জানতে পারবেন।
মামলা নাম্বার দিয়ে তারিখ বের করার নিয়ম জানুন।
আপনারা অনেকেই মামলা নাম্বার দিয়ে তারিখ বের করার নিয়ম সম্পর্কে জানতে চান। মুলত আপনি শুধুমাত্র মামলা নাম্বার দিয়ে মামলায় পরবর্তী তারিখ বের করতে পারবেন না।
এ জন্য আপনার প্রয়োজন হবে মামলা দায়েরের তারিখ। আপনি ই-কার্যতালিকা এই লিংকে প্রবেশ করে মামলা দায়েরের তারিখ দিয়ে উপরের নিয়ম মেনে আপনার মামলার পরবর্তী তারিখ জানতে পারবেন।
তবে মামলা নাম্বার দিয়ে আপনি আপনার মামলার সংক্ষিপ্ত তথ্য জনতে পারবেন। এ জন্য আপনাকে ইকার্যতালিকা ওয়েবসাইটে প্রবেশ করে উপরের ডান দিকের মামলা অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন।
এরপর বিভাগ,জেলা,নির্ধারিত আদালত নির্বাচন করে মামলা নাম্বার দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার মামলার সংক্ষিপ্ত তথ্য দেখতে পাবেন।
কারো নামে মামলা আছে কিনা জানার উপায় সম্পর্কে জানুন।
কারো নামে মামলা আছে কিনা জানার উপায় সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেষ্টা করেন। এখন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো ।
আমরা জানি কারো নামে মামলা হলে সাধারণত দুই স্থানে মামলা হয়, যেমন থানা এবং জেলা কোর্ট। আপনার নামে যদি কোন মামলা হবার সম্ভাবনা থাকে তাহলে আপনি তা আগে থেকে কিছুটা অনুমান করতে পারেন। আপনার নামে মামলা হলে আপনি আগে থেকে জানতে পারলে জামিন নেওয়া সহজ হয়।
তাই সর্বপ্রথম আপনাকে বাদীর বা ঘটনাস্থলের থানায় খোজ নিতে হবে যে আপনার নামে কোন মামলা হয়েছে কি না।
এজন্য আপনি নিজে থানায় গেলে পুলিশ আপনাকে আটক করতে পারে। আর তাই উত্তম হবে আপনার আত্নীয় স্বজন বা বন্ধুদের কারো উক্ত থানায় গিয়ে খোজ নেওয়া যে আপনার নামে কোন মামলা হয়েছে কি না।
যদি দেখে থানায় আপনার নামে কোন মামলা নেই তাহলে জেলা জর্জ কোর্ট খোজ নিতে হবে। এজন্য উক্ত জেলা কোর্টের ঘটনাস্থলের সংশ্লিষ্ট থানা শাখায় সি আর রেজিষ্ট্রার দেখতে হবে। এরপর আপনি এক জন বিশ্বস্ত উকিল নিয়োগ করতে হবে।
এছাড়া কারো নামে মামলা হয়েছে কিনা তা অনলাইনের মাধ্যমে জানতে পারবেন না। কারন বাংলাদেশের প্রেক্ষাপটে মামলা রেজিষ্ট্রারে অন্তর্ভুক্ত করা হয়। মামলার প্রক্রিয়া শুরু হলে অনলাইনে আপলোড করা হয়। আর তারপর আপনি অনলাইনে আপনার মামলার অবস্থা ও সংক্ষিপ্ত তথ্য দেখতে পাবেন যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে।
জি আর ও সি আর মামলা কি ?
জি আর ( জেনারেল রেজিষ্ট্রার) মামলা হলো থানায় দায়ের করা মামলা এবং সি আর (কমপ্লেইন্ট রেজিস্ট্রার) মামলা হলো কোর্টে দায়ের করা মামলা।
এল এস টি মামলা কি ?
এল এস টি ( ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল ) হলো জমির খতিয়ান সংশোধন এর জন্য কোর্টে যে মামলা করা হয় তাকে সংক্ষেপে এল এস টি মামলা বলে।
থানায় মামলা হলে করণীয় কি ?
থানায় মামলা হলে সর্বপ্রথম আপনাকে বিশ্বস্ত কোন উকিল নিয়োগ করতে হবে । এর পর উকিলের মাধ্যমে এজাহারের কপি সংগ্রহ করতে হবে। এজাহারে উল্লেখিত মামলা জামিন যোগ্য কি না তা দেখতে হবে। জামিনযোগ্য মামলা হলে উকিলের মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে হবে।
নন জি আর মামলা কি?
কোন অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট মাজিস্ট্রেট এর অনুমতি নিয়ে পুলিশ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আদালতে নন-এফআইআর মামলা দাখিল করে। এই মামলা কোর্টের নন-জিআর রেজিস্ট্রারে লিপিবদ্ধ হয়। তাই এ ধরনের মামলা কে নন-এফআইআর বা নন জি আর মামলা বলা হয়ে থাকে।
দেওয়ানী মামলা খারিজ হলে করনীয়
কোন কারনে দেওয়ানী মামলা খারিজ হলে ছানি মামলা করতে হবে। এই ছানি মামলা The Code of Civil Procedure, 1908 এর Order-9 এর বিভিন্ন রুলে হয়ে থাকে।
দেওয়ানী মামলা বলতে কি বুঝায়
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এর কোন অধিকার ক্ষুন্ন হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক যে মামলা করা হয় তাকে দেওয়ানী মামলা বলে। যেমন জায়গা-জমি, বসত বাড়ি ও বিভিন্ন চুক্তি সম্পর্কিত অধিকার লংঘন হলে যে মামলা হয় তাই দেওয়ানী মামলা।
শেষ কথা
এতক্ষণ আলোচনা করা হয়েছে কারো নামে মামলা আছে কিনা জানার উপায় বা অনলাইনে মামলা দেখার নিয়ম সম্পর্কে। এ ছাড়াও আরও বেশ কিছু বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। আশা করি সকলে এ বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।